• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নতুন বছরের শুরুতেই মেসি ভক্তদের জন্য সুখবর

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ জানুয়ারি ২০১৯, ১৭:২০

২০১৮ সালটা ভুলে যেতে চাইবেন লিওনেল মেসি। জুনে অনুষ্ঠিত রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিতে হয় আর্জেন্টিনার। খালি হাতে ফিরতে হয় চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার কোয়ার্টার ফাইনালে বিদায়ের মধ্য দিয়ে। ২০০৭ সালের পর প্রথমবারের মতো বাদ পড়েছেন ব্যালন ডি’অরের শেষ তিনের তালিকা থেকে।

তবে নতুন বছরের শুরুতেই দারুণ এক সংবাদ পেলেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র জরিপে গেল বছরের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা।

মাদ্রিদ ভিত্তিক এই ট্যাবলয়েডটি ১০০ জন সেরা ফুটবলারের একটি তালিকা করে সেখান থেকে শীর্ষ ১০ জন ফুটবলারকে বাছাই করেছেন।

পুরো বছরে সর্বোচ্চ গোল ও লা লিগার শিরোপা জয়ের জন্য এই পুরষ্কার পান মেসি। এই তালিকায় পেছনে ফেলেছেন এবারের ব্যালন ডি’অর বিজয়ী তারকা লুকা মদ্রিচ ও চিরপ্রতিদ্বন্ধী ক্রিশ্চিয়ানো রোনালদোকেও।

মেসিকে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মনোনীত করার পেছনে বছরজুড়ে ব্যক্তিগত পারফরমেন্সের উপর জোড় দেয়া হয়েছে বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

সেরা দশজনের তালিকায় মেসির পরে জায়গা করে নিয়েছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ তবে সেরা তিনেও জায়গা হয়নি পর্তুগিজ মহারাজ রোনালদোর। মদ্রিচের পরে জায়গা পেয়েছেন বিশ্বকাপ জয়ী ফ্রেঞ্চ ও অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা আঁতোয়া গ্রিজমান।

মার্কার সেরা দশ ফুটবলার হচ্ছেন

১. লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা)
২. লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া/রিয়াল মাদ্রিদ)
৩. আঁতোয়া গ্রিজমান ( ফ্রান্স/অ্যাটলেটিকো মাদ্রিদ)
৪. ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল/রিয়াল মাদ্রিদ/জুভেন্টাস)
৫. কিলিয়ান এমবাপে (ফ্রান্স প্যারিস সেন্ট জার্মেই-পিএসজি)
৬. মোহাম্মদ সালাহ ( মিশর/লিভারপুল)
৭. ইডেন হ্যাজার্ড (বেলজিয়াম/চেলসি)
৮. রাফায়েল ভারানে (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ)
৯. হ্যারি কেন (ইংল্যান্ড/টটেনহ্যাম)
১০. কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি)


আরো পড়ুন :

এস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
X
Fresh