DMCA.com Protection Status
  • ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯, ১৩ বৈশাখ ১৪২৬

খেলার মাঠেও পুতিনের বাজিমাৎ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০১ জানুয়ারি ২০১৯, ১৫:৩৬ | আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১৬:২৩
নিজের দেশে আয়োজিত বিশ্বকাপে তার দল চ্যাম্পিয়ন হয়নি তাতে কি হয়েছে এবার নিজেই খেলার মাঠে নেমে পড়লেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমিন পুতিন। সপ্তম বারের মতো রাশিয়ান একটি হকি ম্যাচে নেমে পড়লেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই রাষ্ট্রপ্রধান।

পুতিন খেলবে আর সেই দল হারবে তা তো হয় না। মস্কোর রেড স্কয়ারে ‘অ্যামেচার নাইট হকি লিগের’ ম্যাচটি পুতিনের দল জিতে নিয়েছে ১৪-১০ গোলের ব্যবধানে।

পুতিনের সঙ্গে একই দলে এদিন খেলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী ও সাবেক হকি কিংবদন্তী সের্গেই শোইগু। ৫ গোল আদায় করেন শোগুই।

‘অ্যামেচার নাইট হকি লিগের' এই টুর্নামেন্টটি ২০১১ সালে প্রবর্তন করেন পুতিন নিজেই। সেই থেকে প্রতি বছর হেলমেট, জার্সি পড়ে একদিনের জন্য খেলোয়াড় বনে যান এই ক্ষমতাধর প্রেসিডেন্ট। সূত্র: টেলিগ্রাফ

এস/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়