• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাবা হারালেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ ডিসেম্বর ২০১৮, ১০:৪০

ক্রিকেটের ফেরিওয়ালাদের মধ্যে বিশ্বে অন্যতম রশিদ খান। আফগানিস্তানের সীমা পেড়িয়ে দাপিয়ে বেড়াচ্ছেন সমগ্র ক্রিকেট বিশ্বে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ আরও বহু ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট মাতিয়ে বর্তমানে খেলছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে।

অ্যাডিলেড স্ট্রাইকারসের হয়ে খেলার সময়ই তিনি পেলেন সবচেয়ে দুঃখজনক সংবাদ। জন্মদাতা বাবাকে হারালেন এই লেগ স্পিনার। গতকাল রবিবার পাকিস্তানের পেশওয়ারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রশিদের বাবা হাজি খলিল।

২০ বছর বয়সী এই আফগান নিজে টুইট করে জানিয়েছেন পিতা মৃত্যুর খবরটি। তিনি জানিয়েছেন, 'আজ (রোববার) আমি আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারালাম।'
বাবাকে স্মৃতিচারণ করে রশিদ বলেন, 'এখন আমি বুজতে পেরেছি কেন আপনি (বাবা) আমাকে সামর্থ্যবান হতে বলেছিলেন। আজ আমার সামর্থ্য দরকার আপনাকে হারানোর কষ্ট সহ্য করার।'

এছাড়া রশিদের আফগান সতীর্থ মোহাম্মদ নবীও টুইট করে শোকবার্তা প্রকাশ করেছেন।

এস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রায় ১৯ বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পা রাখলেন ক্রিকেটাররা
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
X
Fresh