• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ছেলের কাছে তিরস্কৃত হন মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ ডিসেম্বর ২০১৮, ১৭:১৩

বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের একজন লিওনেল। দাপিয়ে বেড়াচ্ছেন জাতীয় দল ও ক্লাব দলের হয়ে। ফুটবল দিয়ে মন জয় করেছেন বিশ্বের কোটি কোটি দর্শদের। ভালবেসে তাকে ডাকা হয় জাদুকর কিংবা ভিন্ন গ্রহের প্রাণী। তবে ফুটবল দিয়ে মন জয় করতে পারেননি নিজের পুত্রের।

নিজের বড় সন্তান থিয়াগোর কাছে প্রতিনিয়ত জবাবদিহিতা করতে হয় ফুটবলের এই মহাতারকার। প্রতি ম্যাচ শেষেই পরিণত কোচের মতো ৬ বছরের ছেলের কাছে রিপোর্ট করতে হয় এই আর্জেন্টাইনের। তিন সন্তানের মধ্যে থিয়াগো ও মেঝো সন্তান মাতেও ফুটবলটা পছন্দ করে এমনটাই নিজে স্বীকার করেছেন মেসি।

স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘থিয়াগো ও মাতেও-দুজনেই ফুটবল খুব পছন্দ করে। তবে থিয়াগো ফুটবলটা বেশি বোঝে। বড় ছেলে হওয়ার কারণেই হয়তো। একটি ম্যাচে কেমন খেললাম, কেমন করলাম-সব কিছু নিয়েই আমার সঙ্গে আলোচনা করে সে।’

এছাড়া কোনও ম্যাচে খারাপ করলে ছেলের কড়া সমালোচনার মুখোমুখি হতে হয় বার্সালোনার এই নাম্বার টেনের বলে উল্লেখ করেন মেসি নিজেই। শুধু নিজের সমালোচনা নয় ম্যাচ হারলে স্কোয়াড নিয়েও প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে।

আরও পড়ুন :

এস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
X
Fresh