• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইসরায়েলি ফুটবলার যোগ দিলে লিভারপু্ল ‘ছাড়বেন’ সালাহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ ডিসেম্বর ২০১৮, ১৮:১৬
মোহাম্মদ সালাহ

২০১৩-১৪ মৌসুমে সুইজারল্যান্ডের ক্লাব বাসেলের হয়ে ইসরায়েলের দল মাকাবি তেল আবিবের বিপক্ষে খেলতে নেমেছিলেন মিশরের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ওই ম্যাচের প্রথম লেগে বুট পরার ‘বাহানায়’ প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে হাত না মিলিয়ে এড়িয়ে গেছিলেন।

ফিরতি লেগে হাত মেলানোর সময় হাত বন্ধ করে কোনো মতে প্রতিপক্ষের খেলোয়াড়দের হাতের সঙ্গে হাত স্পর্শ করে খেলা শুরু করেছিলেন। ওই ম্যাচে গ্যালারিতে থাকা তেল আবিবের দর্শকদের মুখেও অকথ্য ভাষা শুনতে হচ্ছিল। খেলোয়াড়রাও সুযোগ বুঝে তাকে আক্রমণ করছিলেন।

সালাহ জানিয়েছিলেন, ম্যাচের আগে তার উপর অনেক চাপ ছিল। যদিও রাজনীতিতে তার কোনোই ‘আগ্রহ’ নেই।

২০১৪ সালে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিল, আমি যদি ওই ম্যাচে অংশ না নেই তাহলে নিষিদ্ধ হতে পারি। নতুন ঝামেলায়ও জড়াতে পারি। সৃষ্টি কর্তাকে ধন্যবাদ আমি ম্যাচটিতে গোল করতে সক্ষম হয়েছিলাম।