• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হার্শা ভোগলের দলে সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ ডিসেম্বর ২০১৮, ১৬:১৩
হার্শা ভোগলের সঙ্গে সাকিব আল হাসান। (ফাইল ছবি)

বছরের শেষ প্রান্তে এসে বিশ্বর সেরা খেলোয়াড়দের নিয়ে ওয়ানডে একাদশ নির্বাচন করেছেন ক্রিকেট বিশেষজ্ঞ হার্শা ভোগলে। এতে বাংলাদেশের থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এ বিশ্লেষণসহ নিজের সেরা একাদশের ঘোষণা দিয়েছেন ভারতের সুপরিচিত এই ধারাভাষ্যকার।

ওপেনার হিসেবে তামিম ইকবালের প্রশংসা করলেও দুর্দান্ত ফর্মের কারণে ভারত ওয়ানডে দলের নিয়মিত ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানকে রেখেছেন একাদশের প্রথম দিকে। ফাস্ট ডাউনে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকেই বেছে নিয়েছেন। চার নম্বরে ইংলিশ তারকা জো রুটকে জায়গা দিতে আগ্রহী ভোগলে।

উইকেটরক্ষক ব্যাটসম্যান ও ফিনিশার হিসেবে নিজের পছন্দের তালিকায় মুশফিকুর রহিমের নামটিও বিবেচনা করেছিলেন ভয়েস অব ক্রিকেট খ্যাত এই বিশেষজ্ঞ। যদিও গড় ও স্ট্রাইকরেটে এগিয়ে থাকায় ইংল্যান্ডের জস বাটলারকেই রেখেছেন একাদশে।