• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যেভাবে শুরু হলো ঐতিহ্যবাহী ‘বক্সিং ডে’ টেস্ট

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ ডিসেম্বর ২০১৮, ২১:৪৫

ক্রিকেটের যারা খোঁজ খবর রাখেন বক্সিং ডে নামটার সঙ্গে তারা কম-বেশি পরিচিত।

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিনের পরদিন যে টেস্ট ম্যাচটি হয় তার নামই ‘বক্সিং ডে’ টেস্ট।

১৮৮২ সালে অস্ট্রেলিয়ার ক্লাব দল নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার হাত ধরে এই টেস্টের সূত্রপাত হয়। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিসি) বড়দিনের পর দিন অর্থাৎ ২৬ ডিসেম্বর ঐতিহ্যবাহী ক্লাব দুটি মুখোমুখি হয়। এই ম্যাচের জন্য দুদলের খেলোয়াড়েরা পরিবারের সঙ্গে বড়দিনের ছুটি উদযাপন করতে পারেনি।

১৯৫০ সালে প্রথম আন্তর্জাতিক বক্সিং ডে টেস্ট অনুষ্ঠিত হয় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে। যদিও সেই তখনকার রীতি অনুসারে ৬ দিনের সেই ম্যাচটি শুরু হয়েছিল ২২ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত। সেই টেস্টের পঞ্চম দিনটিকেই বক্সিং ডে বলা হয়েছিল। প্রথম বক্সিং ডের ওই ম্যাচটি অস্ট্রেলিয়া জিতেছিল ২৮ রানে।