• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

কোহলির মতো ভদ্র লোক আর কেউ নেই: রবি শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ ডিসেম্বর ২০১৮, ১৩:০৬

'ঘরের শত্রু বিভীষণ' কথাটি টের পাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী। তাকে কথা ও সমালোচনার জালে বিধ্বস্ত করছেন তারই স্বদেশী ও একসময়ের সহ খেলোয়াড় সুনীল গাভাস্কার।

মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জেতার পর পার্থে দ্বিতীয় টেস্টে ভারতের অসহায় আত্মসমর্পণের জন্য কোচ শাস্ত্রীকে দায়ী করেন গাভাস্কার।

কোনও স্পিনার না খেলিয়ে চার পেসার খেলানোর যুক্তিকে কঠোর সমালোচনা করে ভারতের সাবেক এ অধিনায়ক বলেন, ‘দল নির্বাচনে ভুল করার জন্যই যে টেস্টটি (পার্থ) জিততে পারিনি।’

দল নির্বাচনে কোচের সঙ্গে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকেও দায়ী করেছেন গাভাস্কার। লিটল মাস্টার খ্যাত এই ব্যাটসম্যান মনে করেন অস্ট্রেলিয়ায় সিরিজ হারলে কোচ ও অধিনায়কের পরিবর্তন দরকার।

তিনি বলেন, ‘ভারত যদি পরের দুই টেস্ট জিততে না পারে তবে নির্বাচকদের ভাবতে হবে এই অধিনায়ক, কোচ ও সাপোর্ট স্টাফদের রেখে সত্যি কোনও লাভ হচ্ছে কিনা।’

এবার গাভাস্কারের সমালোচনার বিরুদ্ধে মুখ খুললেন রবি শাস্ত্রী। ভারতের সাবেক এই অলরাউন্ডার গাভাস্কারকে ইঙ্গিত করে বলেন, ‘যখন কেউ লক্ষ-মাইল দূরে রয়েছে, তার পক্ষে শূন্যে গুলি ছোঁড়া সহজ। তাদের মন্তব্য অনেক দূরের, এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ গোলার্ধে। আমাদের তাই করতে হবে, যেটা দলের জন্য ভালো।’

এছাড়া অধিনায়ক বিরাট কোহলির আচরণ নিয়ে সমালোচনার জের ধরে ভারতের এই কোচ বলেন, ‘আমার মনে হয় না কোহলির আচরণে কোনও ত্রুটি রয়েছে। আমাদের কাছে তার মতো নিপাট ভদ্রলোক আর কেউ নেই।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অ্যাডিলেডে ৩১ রানের জয়ের পর পার্থে ১৪৬ রানে হেরে ১-১ এ সমতায় রয়েছে ভারত। সিরিজের তৃতীয় ও বক্সিং ডে টেস্টটি শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে।

আরও পড়ুন :

এস/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শনিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা
ভারতের হাইব্রিড পিচে খেলা হচ্ছে না মোস্তাফিজের
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন আরও ৫০ বিচারক
X
Fresh