• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিপিএল থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি: নান্নু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ ডিসেম্বর ২০১৮, ২০:৩৬

বছরের শেষ টি-টোয়েন্টির জয় পেলে হয়তো চিত্রটাই ভিন্ন হতো। টি-টোয়েন্টি সিরিজটি নিজেদের করে না নিতে পারলেও টেস্টে হোয়াইটওয়াশ ও ওয়ানডেতে সিরিজ জয়ের তৃপ্তির ঢেকুর তুলতেই পারে বাংলাদেশ দল।এমনটাই প্রকাশ পেয়েছে দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কণ্ঠেও। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ২০২০ সালে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী বছরের শুরুর দিকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর থেকেই ছোট ফরম্যাটের বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন মিনহাজুল আবেদিন।

রোববার সাংবাদিকদের তিনি বলেন, ‘২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, আমাদের যেটা চিন্তা-ভাবনা, বিপিএল থেকে পুরোপুরি দল গঠনের প্রক্রিয়াটা শুরু হবে। আমাদের সামনে অনেকগুলো টি-টোয়েন্টি খেলা আছে, সেভাবেই প্রস্তুতি শুরু হবে। এই বিপিএল থেকেই সেই প্রক্রিয়াটা শুরু হবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধারাবাহিক পারফরম্যান্সের আত্মবিশ্বাস আর অভিজ্ঞতা দল আগামী বছর নিউজিল্যান্ড সফরে কাজে লাগতে পারবে বলে বিশ্বাস করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

নান্নু বলেন, ‘হোমে তো আমরা দুটি সিরিজ খেললাম। অনেকদিন পর ব্যাক টু ব্যাক দুটি সিরিজ খেললাম আমরা। সব কিছু মিলিয়ে পারফরম্যান্স অবশ্যই সন্তোষজনক। আমরা খুব সন্তুষ্ট যে একটা সমতা এসেছে, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক থেকে। আগামীতে যেই সিরিজগুলো আছে সেখানে এই অভিজ্ঞতা কাজে লাগবে। সামনে আমাদের নিউজিল্যান্ড সিরিজ আছে। যেহেতু আমাদের আগেরবারের নিউজিল্যান্ড সিরিজে খারাপ অভিজ্ঞতা ছিল। আমি মনে করি এখন খেলোয়াড়রা অনেক পরিপক্ক। অনেকদিন পর আমরা তিনটা টেস্ট ম্যাচ খেলতে যাব, এটাও একটা বড় চ্যালেঞ্জ। তিনটা টেস্ট ম্যাচ তো আমরা সবসময় খেলতে পাই না, এটা খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জের হবে। আমি আশাবাদী যে এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারব।’

বাংলাদেশের জন্য ক্রিকেটের বিশেষ কোনও ফরম্যাটকে আলাদা গুরুত্ব দিতে রাজি নন প্রধান নির্বাচক।সব ফরম্যাটের প্রতি গুরুত্বের কথা জানিয়ে তিনি বলেন, ‘ক্রিকেটে সব বিভাগই গুরুত্বপূর্ণ। সেখানে উন্নতি করতে হবে।টেস্ট ক্রিকেট এমন একটা খেলা, এখানে ভালো করতে হলে সব বিভাগেই ভালো করতে হবে। আমার বিশ্বাস প্লেয়াররা এই অভিজ্ঞতা কাজে লাগাবে।

জানুয়ারির মাঝখানে নিউজিল্যান্ডের সফরের দল ঘোষণা করা হবে জানিয়ে নান্নু বলেন, ‘নিউজিল্যান্ডে গত সিরিজ গুলোর অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। ইনশাআল্লাহ অবশ্যই ভালো করব। নিউজিল্যান্ডের জন্য পরিকল্পনা তো অবশ্যই আমাদের মাথায় আছে। আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে আলাপ করব। আমাদের একটা পরিকল্পনা আছে। আমরা এটা নিয়ে বসব। যেই কন্ডিশনে যেভাবে খেলতে হবে ওইভাবেই কিন্তু আগাতে হবে। আগামী জানুয়ারির ১৫ তারিখের মধ্যেই আমরা দল ঘোষণা করব।’

আরও পড়ুন :

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
বিপিএলে অংশ নিতে আগ্রহী নোয়াখালীসহ ৪ দল
X
Fresh