• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রথমবারের মতো বিপিএলে ইমরান তাহির

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ ডিসেম্বর ২০১৮, ১৫:৪২

বিশ্বের নানা প্রান্তে ফ্রাঞ্চাইজি লিগগুলো খেলে বেড়ালেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসা হয়নি ইমরান তাহিরের। টি-টোয়েন্টির অন্যতম এই জনপ্রিয় লিগের ষষ্ঠ আসরে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার এই স্পিনার। সিলেট সিক্সার্সের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে ৩৯ বছর বয়সী এই তারকাকে।

সব শেষ বিপিএলে খুব একটা সুবিধা করতে পারেনি সিলেটের দলটি। এবার প্রথম থেকেই চ্যাম্পিয়ন হবার পরিকল্পনা নিয়েই শক্তিশালী স্কোয়াড সাজানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় তাহিরের পাশাপাশি পাকিস্তানের মোহাম্মদ নওয়াজকেও দলে ভেড়ানো হয়েছে। তরুণ এই স্পিনিং অলরাউন্ডার প্রথমবারের মতো পাকিস্তানের বাইরে কোনো ফ্রাঞ্চাইজি লিগে অংশ নিচ্ছেন।

সিলেট সিক্সার্স কর্তৃপক্ষ শনিবার এই দুই তারকাকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে।

লিটন দাসকে আইকন বানিয়ে নাসির হোসেন, সাব্বির রহমানদের নিয়ে এবারের বিপিএলের দল সাজিয়েছে সিলেট। এছাড়া ভবিষ্যৎ তারকা আফিফ হোসেন ধ্রুব ও ইনজুরি আক্রান্ত তাসকিন আহমেদকে নিয়ে দেশীয় ভারসাম্য রক্ষা করেছে দলটি।