• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জোড়া আঘাতে ঝড় থামালেন মাহমুদুল্লাহ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৪
মাহমুদুল্লাহ রিয়াদ (ফাইল ছবি)

ট্রেবল জয়ের লক্ষ্যে আজ শনিবার মাঠে নেমেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। যদিও ক্যারিবীয় ওপেনার এভিন লুইসের ঝড়ো ব্যাটিংয়ে নাস্তানাবুদ হয় বাংলাদেশের বোলিং লাইন।

প্রথম ওভারেই আবু হায়দার রনির ওভারে ১২ রান নিয়ে শুরু। তৃতীয় ওভারে সেই রনির ওভারেই ৪টি ছয়ে তুলে নেন ২৭ রান। মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি তুলে নেন এই বামহাতি ব্যাটসম্যান।

অপরদিকে তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন ওয়ানডে সিরিজ ও প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ভোগানো ব্যাটসম্যান শাই হোপ। তবে মাত্র ১২ বলে ২৩ রান করে কাটা পড়েন এই ডানহাতি ওপেনার।

হোপকে ক্লিন বোল্ড করে বাংলাদেশের প্রথম সাফল্য এনে দেন টাইগার অধিনায়ক। হোপের পর লুইসকে সঙ্গ দিতে ক্রিজে আসেন কেমো পল। তবে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের বলে আরিফুল হককে ক্যাচ দিয়ে ফিরে যান পল।