• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বছরের শেষ টস জিতলেন সাকিব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৪

২০১৮ সালের নিজেদের শেষ ম্যাচটি খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। শনিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বছরের শেষ টসটি জিতে নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। দ্বিতীয় ম্যাচের ব্যাট করার সিদ্ধান্ত নিলেও আজ ফিল্ডিং করছে বাংলাদেশ দল।

টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর এই প্রথম ট্রেবল জয়ের সুযোগ লাল-সবুজের প্রতিনিধিদের সামনে।

সিলেটে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরে সেই সুযোগটাকে একটু কঠিন পরিণত হয়। তবে ঢাকায় দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সাকিব বাহিনী। অধিনায়কের ব্যাট ও বলের নৈপুণ্যে ৩৬ রানের ব্যবধানে হারায় ক্যারিবীয়দের। ক্যারিয়ারের প্রথম বারের মতো ৫ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ২৬ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হন সাকিব।

আজ শেষ ম্যাচটা জিততে পারলে টানা দ্বিতীয় বারের মতো বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদেরকে হারাবে স্টিভ রোডসের শিষ্যরা।

প্রথম দুই ম্যাচের মতো এই ম্যাচেও কোনো পরিবর্তন আছে না আগেই জানিয়েছিলেন বাংলাদেশের স্পিন কোচ সুনীল জোশী।

অন্যদিকে ড্যারেন ব্রাভোর বদলে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার শেরফেন রাদারফোর্ড।

বাংলাদেশ

তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ

এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শেরফেন রাদারফোর্ড, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), কেমো পল, ফ্যাবিয়ান অ্যালেন, ওশানে টমাস, শেলডন কটরেল।

এস/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভয় পাচ্ছেন জোফরা আর্চার!
ম্যাক্সওয়েলের রেকর্ডগড়া সেঞ্চুরিতে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
X
Fresh