• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টপ অর্ডার হারিয়ে ধুকছে ক্যারিবীয়রা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ ডিসেম্বর ২০১৮, ২০:১৪

ঘরের মাঠে সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোর করেছে বাংদেশ। ২০ ওভারে মাত্র ৪ উইকেটে ২১১ রান। সিলেটে সিরিজের প্রথম ম্যাচে সাকিব ছাড়া কেউই যেখানে রান করতে পারেনি সেখানে ঢাকায় এসে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা।

ক্যারিবীয়দের ২১২ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে বল হাতেও চেপে ধরেছে টাইগার বোলাররা। ক্যারিবীয় ওপেনার এভিন লুইসকে আবু হায়দার ফেরান ব্যক্তিগত ১ রানের মাথায়।

এরপর শাই হোপ আজও আশার আলো দেখাচ্ছিলেন ক্যারিবীয় শিবিরে। হোপ আর নিকোলাস পুরান মিলে গড়েন ৪১ রানের জুটি।

হোপের আগে পুরান ১৪ রানে ফিরলেও হোপ তখনও ব্যাট চালাচ্ছিলেন দুর্দান্ত। ১৯ বলে ৩৬ করা হোপকে ফিরিয়ে আশা ভঙ্গ করেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

গোটা টুর্নামেন্টে মেহেদী মিরাজের নিয়মিত উইকেট শিমরণ হেটমেয়ারকে এদিন ১৯ রানের মাথায় ফেরান সাকিব। ডোয়াইন ব্রাভোকেও ২ রানের সাজঘরের পথ দেখান সাকিবই। ব্রাভোর পর কার্লোস ব্রেথওয়েটকেও ৮ রানে ফেরান সাকিব।

এখন পর্যন্ত ১৩ ওভার শেষে ক্যারিবীয়দের সংগ্রহ .৬ উইকেটে ১১৮ রান।

এমআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাক্সওয়েলের রেকর্ডগড়া সেঞ্চুরিতে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
ইনিংস হারের দ্বারপ্রান্তে ওয়েস্ট ইন্ডিজ
X
Fresh