• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লিটন-সাকিবে রানের পাহাড় গড়ল বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ ডিসেম্বর ২০১৮, ১৮:৫১

সিরিজে টিকে থাকলে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে ঢাকার পর্ব শুরু করেছে ক্যারিবীয়রা। টেস্ট আর ওয়ানডে সিরিজে হেরে আগেই পিছিয়ে পড়া ওয়েস্ট ইন্ডিজ নিশ্চয় চাইবে না এই সিরিজটাও হারতে!

মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী দলের অধিনায়ক কার্লোস ব্রেথওয়েট। তাতে বরং লাভই হয়েছে স্বাগতিক দলের।

ওপেনিংয়ে তামিম-লিটনের দুর্দান্ত শুরু কিন্তু ব্যক্তিগত ১৫ রানের মাথায় সাজঘরে ফেরেন তামিম। লিটন তার সহজাত খেলাটাই খেলে গেছেন। ২৬ বলে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক।

তামিমের বিদায়ে ব্যাট করতে আসা সৌম্য সরকারও তাল মিলিয়ে খেলেন লিটনের সঙ্গে। তবে ২২ বলে ৩২ রান করে ফেরেন শেলডন কটরেলের বলে ক্যাচ দিয়ে।