• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

খেলছেন সাকিব, ব্যাটিংয়ে বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ ডিসেম্বর ২০১৮, ১৬:৩২
ফাইল ছবি

গতকাল বুধবার সংবাদ সম্মেলনে আসতে না পারার ব্যাখ্যা ছিল, সাকিবের জ্বর, তাই অনুশীলনও করতে আসেননি মাঠে। রাত গড়িয়ে সকাল, দুপুর গড়ালেও সাকিবের আজ খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা।

তবে খুশির খবর, শঙ্কা কাটিয়ে সাকিব খেলছেন এই ম্যাচে। গত ম্যাচে সাকিব ছাড়া কেউই নিজেদের নামের সুবিচার করতে পারেননি।

ব্যাটে-বলে সাকিব একাই খেলেছিলেন দুর্দান্ত। সাকিব ভালো খেললেও বাকিদের ব্যর্থতায় ৮ উইকেটে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে পড়তে হয়েছে বাংলাদেশকে।

সিরিজে ফিরতে হলে আজকের ম্যাচে জয় চাই চাই টাইগারদের, তাতে অন্তত সিরিজে ফিরে বেঁচে থাকবে সিরিজ জয়ের আশা।

টেস্টে ২-০ তে হোয়াইটওয়াশ আর ওয়ানডেতে ২-১ ম্যাচে সিরিজ জয়ে টাইগারদের সামনে বড় সুযোগ, তিন ফরম্যাটে টানা তিন সিরিজ জয়।

শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবীয় অধিনায়ক কার্লোস ব্রেথওয়েট।

বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ: এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), কেমো পল, ফ্যাবিয়ান অ্যালেন, ওশানে টমাস, শেলডন কটরেল।

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভয় পাচ্ছেন জোফরা আর্চার!
ম্যাক্সওয়েলের রেকর্ডগড়া সেঞ্চুরিতে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
X
Fresh