• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আইপিএলের আট দলে যারা আছেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ ডিসেম্বর ২০১৮, ২০:৩৫

শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০১৯ এর নিলাম পর্ব। গতকাল অনুষ্ঠিত এই নিলামে দেশী-বিদেশি মিলে মোট ৬০ জন ক্রিকেটারের দল নির্বাচন হয়। এই ৬০ ক্রিকেটারের পেছনে মোট খরচ ১০৬ কোটি ৮০ লাখ টাকা। যেখানে ভারতীয় দুই ক্রিকেটারের মূল্য উঠে সমান সর্বোচ্চ ৮ কোটি ৪০ লাখ রুপি। এছাড়া বিদেশী কোটায় ইংলিশ ক্রিকেটার স্যাম কারানের দাম উঠেছে সর্বোচ্চ।

দেশী-বিদেশী মিলে ৬০ জনের কে কোন দলে তার তালিকা:

মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, ক্রুনাল পান্ডে, ইশান কিষান, সুরিয়াকুমার যাদভ, মায়াঙ্ক মারকান্দে, রুহুল চাহার, অনুকূল রয়, সিদ্ধেস লেড, আদিত্য টারে, এভিন লুইস, কাইরন পোলার্ড, বেন কাটিং, মিচেল ম্যাকক্লেনেঘান, অ্যাডাম মিলনে, জেসন বেহরেনডর্ফ, কুইন্টন ডি কক, লাসিথ মালিঙ্গা, আনমলপ্রিত সিং, বারিন্দর সারান, পঙ্কজ জসওয়াল, রাশিখ সালাম দার, যুবরাজ সিং

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, পার্থিব প্যাটেল, জুজবেন্দ্র চাহাল, টিম সাউদি, উম্মেশ জাদব, নাদীম সাইনি, কুলওয়ান্ত খেজরোলিয়া, ওয়াশিংটন সুন্দর, পবন নেগি, নাথান কাল্টার, মঈন আলী, মোহাম্মদ সিরাজ, কলিন ডে গ্রান্ডহোম, শিমরন হেটমেয়ার, গুরকিরাত সিং মান, দেবদূত পাডিকাল, শিভাম দুবে, হেনরিচ ক্লাসেন, হিম্মত সিং, প্রেয়াস রে বার্মান, আকাশদীপ নাথ, মিলিন্ড কুমার।