• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আইপিএলের আট দলে যারা আছেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ ডিসেম্বর ২০১৮, ২০:৩৫

শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০১৯ এর নিলাম পর্ব। গতকাল অনুষ্ঠিত এই নিলামে দেশী-বিদেশি মিলে মোট ৬০ জন ক্রিকেটারের দল নির্বাচন হয়। এই ৬০ ক্রিকেটারের পেছনে মোট খরচ ১০৬ কোটি ৮০ লাখ টাকা। যেখানে ভারতীয় দুই ক্রিকেটারের মূল্য উঠে সমান সর্বোচ্চ ৮ কোটি ৪০ লাখ রুপি। এছাড়া বিদেশী কোটায় ইংলিশ ক্রিকেটার স্যাম কারানের দাম উঠেছে সর্বোচ্চ।

দেশী-বিদেশী মিলে ৬০ জনের কে কোন দলে তার তালিকা:

মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, ক্রুনাল পান্ডে, ইশান কিষান, সুরিয়াকুমার যাদভ, মায়াঙ্ক মারকান্দে, রুহুল চাহার, অনুকূল রয়, সিদ্ধেস লেড, আদিত্য টারে, এভিন লুইস, কাইরন পোলার্ড, বেন কাটিং, মিচেল ম্যাকক্লেনেঘান, অ্যাডাম মিলনে, জেসন বেহরেনডর্ফ, কুইন্টন ডি কক, লাসিথ মালিঙ্গা, আনমলপ্রিত সিং, বারিন্দর সারান, পঙ্কজ জসওয়াল, রাশিখ সালাম দার, যুবরাজ সিং

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, পার্থিব প্যাটেল, জুজবেন্দ্র চাহাল, টিম সাউদি, উম্মেশ জাদব, নাদীম সাইনি, কুলওয়ান্ত খেজরোলিয়া, ওয়াশিংটন সুন্দর, পবন নেগি, নাথান কাল্টার, মঈন আলী, মোহাম্মদ সিরাজ, কলিন ডে গ্রান্ডহোম, শিমরন হেটমেয়ার, গুরকিরাত সিং মান, দেবদূত পাডিকাল, শিভাম দুবে, হেনরিচ ক্লাসেন, হিম্মত সিং, প্রেয়াস রে বার্মান, আকাশদীপ নাথ, মিলিন্ড কুমার।

দিল্লী ক্যাপিটালস: শ্রেয়াস আয়ার (অধিনায়ক), রিষাব পান্থ, পৃথী শ, অমিত মিশ্র, আবেশ খান, রার্শাল প্যাটেল, রাহুল তেওটিয়া, জায়ান্ত যাদব, মনজত কালরা, কলিন মুনরো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, সন্দীপ লামিচানে, ট্রেন্ট বোল্ট, শিখর ধাওয়ান, হনুমা বিহারি, আক্সার প্যাটেল, ইশান্ত শর্মা, অঙ্কুশ বাইনস, নাথু সিং, কলিন ইনগ্রাম, শেরফেন রাদারফোর্ড, কেমো পল, জালাজ সাক্সেনা।

রাজস্থান রয়্যালস: স্টিভেন স্মিথ, বেন স্টোকস, জস বাটলার, জোফ্রে আর্চার, ইশ সোধি, আজিঙ্কা রাহানে, কে গৌতম, সাঞ্জু স্যামসন, শ্রেয়াশ গোপাল, আরিয়ামান গোপাল, এস মিধুন, প্রশান্ত চোপড়া, স্টুয়ার্ট বিনি, রাহুল ত্রিপাটি, ধাওয়াল কুলকার্নি, মহিমাল লুমরর, জয়দেব উনাদকাট, ভরুন অরুন, ওশানে থমাস, অ্যাশটন টুরনার, লিয়াম লিভিংস্টোন, শশাঙ্ক সিং, রায়েন পরাগ, মানান ভোহরা, শুভমন রাজানে।

সানরাইজার্স হায়দ্রাবাদ: কেন উইলিয়ামস (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, দীপক হুদা, সিদ্ধার্থ কল, শ্রীভাটস গোশ্বামী, খলীল আহমেদ, ইউসুফ পাঠান, বাসিল থাম্পি, মনিশ পান্ডে, টি নটরঞ্জন, রিকি ভুই, সন্দীপ শর্মা, ডেভিড ওয়ার্নার, রশিদ খান, মোহাম্মদ নবী, সাকিব আল হাসান, বিলি স্ট্যানলেক, অভিষেক শর্মা, ভিজয় শঙ্কর, শাহবাজ নাদীম, জনি বেয়ারেস্টো, রিদ্ধিমান শাহা, মার্টিন গাপটিল।

চেন্নাই সুপার কিংস: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), সুরেশ রায়না, দীপক চাহার, কেএম আসিফ, কর্ণ শর্মা, ধ্রুব সোরে, ফাফ ডু প্লেসি, মুরালি বিজয়, রবীন্দ্র জাদেজা, স্যাম ব্লিংস, মিচেল স্যাটনার, ডেভিড উইলি, ডুয়াইন ব্রাভো, শেন ওয়াটসন, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির, কেদার জাদভ, আম্বাতি রাউডু, হরভজান সিং, এন জগদিসান, সারদুল ঠাকুর, মনু কুমার, চৈতন্য বিষ্ণই, মোহিত শর্মা, রুতুরাজ গায়ওয়াড়।

কলকাতা নাইট রাইডার্স: দিনেশ কার্তিক (অধিনায়ক), রবিন উথাপ্পা, ক্রিস লিন, শুভমন গিল, নিতিশ রানা, রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, শিভাম মাভি, কুলদীপ ইয়াদভ, পিয়ুশ চাওলা, কমলেশ নাগারকোটি, প্রসিধ কৃষ্ণা, কার্লস ব্রাফেট, লুকি ফার্গুসন, আনরিচ অরতজি, নিখিল নাইক, হ্যারি গুরনে, পৃথবী রাজ, জোই ডিনলে, শ্রীকান্ত মনধে।

কিংস ইলেভেন পাঞ্জাব: রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), লোকেশ রাহুল, ক্রিস গেইল, আন্দ্রে টাই, মাইঙ্ক আগারওয়াল, অঙ্কিত রাজপুত, মুজিব উর রহমান, করুন নায়ার, ডেভিড মিলার, মোসেস হেনরিকস, নিকোলাস পুরান, মোহাম্মদ শামি, সরফরাজ খান, ভরুন চক্রবর্তী, স্যাম কুরান, হার্ডাস ভিলজোয়েন, আর্শদীপ সিং, দর্শন নালকান্দে, প্রভশিরাম সিং, অগ্নিভাস আইছি, হারপ্রিত ব্রার, মুরুগান অশ্বিন, মন্দীপ সিং।

আগামী ২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১২তম আসর। যেখানে লড়বে আটটি দল। মাসব্যপি এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৯ মে তে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh