• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আইপিএলে দল পাননি মুশফিক

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ ডিসেম্বর ২০১৮, ১৯:১৫

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত আইপিএলে প্রতিনিধিত্ব করেছেন আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

এই তালিকায় এবার যোগ হওয়ার সম্ভাবনায় ছিল উইকেট কিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নিলামের তালিকায় নাম আছে অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের।

আইপিএলে বাংলাদেশের নিয়মিত মুখ সাকিব আল হাসানকে ছাড়েনি তার দল সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞায় আইপিএলে নাম দেননি মুস্তাফিজুর রহমান।

এবারের নিলামে বাংলাদেশের রিয়াদ ও মুশফিকের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি।

আজ বিকেল চারটায় শুরু হয়ে নিলাম পর্ব চলছে এখনও। উইকেট কিপারের কোটায় মুশফিকুর রহিমের নাম তোলা হলেও কোনও দল আগ্রহ দেখায়নি তাকে দলে নিতে। নিলামে নাম ওঠার বাকি আছে মাহমুদুল্লাহ রিয়াদের।

এ ছাড়া ভারতের টপ অর্ডার ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা, ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস, নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্রেন্ডন ম্যাকালাম, কিউই হার্ড হিটার ব্যাটসম্যান মার্টিন গাপ্টিল, ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস ও ভারতের বিশ্বকাপ জয়ী তারকা যুবরাজ সিংও কোনো দলে জায়গা পাননি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh