• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

লায়নের ‍ঘূর্ণিতে কুপোকাত বিরাটের দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ ডিসেম্বর ২০১৮, ১১:০৪

ভারতের বিপক্ষে বোলারদের দাপটে ১৪৬ রানে দ্বিতীয় টেস্ট পকেটে পুড়ল অস্ট্রেলিয়া। পঞ্চম দিন খেলা শুরু হবার কিছুক্ষণ পড়েই শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস। পার্থ টেস্টের পর সিরিজের ফলাফল ১-১।

শেষ দিনের খেলার শুরুতে ভারতের স্কোর ছিল ৫ উইকেটে ১১৩ রান। ক্রিজে ছিলেন হনুমা বিহারী এবং ঋশভ পন্থ। স্কোরবোর্ডে ২৭ রান যোগ করে ১৪০ রানেই শেষ হয়ে যায় সফরকারীদের ইনিংস।
একজনের ছিল ২৮ রান, অন্যজন ব্যাট করছিলেন ৩০ রানে। প্রথমেই ফিরে যান হনুমা। কিন্তু কিছুটা লড়াই করেন ঋশভ।

কিন্তু উমেশ যাদব (২), ইশান্ত শর্মা (০) এবং যশপ্রীত বুমরাহ (০) কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি।

বল হাতে দুর্দান্ত ছিলেন নাথান লায়ন। দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে আট উইকেট নিয়ে ম্যান ওব দ্য ম্যাচ হন এই অফ স্পিনার।

আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু করে হবে চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টটি।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া

৩২৬ ও ২৪৩

ভারত ২৮৩ ও ১৪০ (লক্ষ্য ২৮৭)

ফলাফল অস্ট্রেলিয়া ১৪৬ রানে জয়ী

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
টিভিতে আজকের খেলা
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
X
Fresh