• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ ডিসেম্বর ২০১৮, ১২:৫০

সিলেটে সময় বদল করে শুরু হয়েছে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশ অধিনায়কের।

ক্যারিবীয়দের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই হারাতে হয়েছে দুই ওপেনারকে। ইনিংসের দ্বিতীয় ওভারে তামিম আর তৃতীয় ওভারে লিটন দাস।

শেলডন কোট্রেলের বলে ব্রেথওয়েটের কাছে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৫ রানের মাথায় সাজঘরে ফেরেন তামিম। ওশান থমাসের বলে সেই ব্রেথওয়েটের হাতে ক্যাচ দিয়ে ৬ রান করে বিদায় নেন লিটন। শেলডন কট্রেলের বলে সৌম্য সরকারও ফিরেছেন ৫ রান করে।

এখন পর্যন্ত বাংলাদেশের দলীয় সংগ্রহ ৪ ওভার শেষে ৩ উইকেটে ৩৫ রান।

বাংলাদেশ: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন ও সাইফুদ্দিন।

ওয়েস্ট ইন্ডিজ: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, ফ্যাবিয়েন অ্যালেন, কেসরিক উইলিয়ামস, কিমো পল, এভিন লুইস, শাই হোপ, দীনেশ রামদিন, ওশান টমাস ও রোভম্যান পাওয়েল।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাক্সওয়েলের রেকর্ডগড়া সেঞ্চুরিতে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
ইনিংস হারের দ্বারপ্রান্তে ওয়েস্ট ইন্ডিজ
X
Fresh