• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলছেন সাকিব

স্পোর্টস ডেস্ক, আরতিভি অনলাইন

  ১৭ ডিসেম্বর ২০১৮, ১২:০৮

বর্তমান সময়ে বাংলাদেশ যেকোনো দলের কাছেই এক আতংকের নাম। ফরম্যাট ভেদে বাংলাদেশ যেকোনো দলকেই ভয় ধরিয়ে দিতে পারে এখন। একদিনের ক্রিকেটে টাইগাররা নিজেদের প্রমাণ দিয়ে যাচ্ছে গত কয়েক বছর ধরেই।

ওয়ানডের মতো টেস্ট আর টি-টোয়েন্টি ক্রিকেটে এতটা শক্তিধর দল হয়ে উঠতে না পারলেও চেষ্টার কমতি রাখছে না বাংলাদেশ।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ তে টেস্ট সিরিজ হারানোর পর ওয়ানডেতেও ২-১ এ সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। আজ থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

সমীকরণ বলে সমানে সমান অবস্থান দু’দলের। এ পর্যন্ত নয় বারের দেখায় বাংলাদেশ জিতেছে ৪ ম্যাচে, সমান চার ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজও। এক ম্যাচ পণ্ড হয়েছিল।
টি-টোয়েন্টিতে নিজেদের শক্তি দেখাতে না পারলেও সবশেষ ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই তাদেরকে ২-১ ম্যাচে হারিয়েছিল বাংলাদেশ। এবার তো দেশের মাঠে খেলা, তাই প্রত্যাশাটাও নিশ্চয় জয়ের।

আজ সিরিজের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ: তামিম ইকবাল, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার, ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ: ইভিইন লুইস, শাই হোপ, শিমরন হেটমেয়ার, ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্রেথওয়েট (অধিনায়ক), ফ্যাবিয়ান এলেন, কেমো পল, শেলডন কোটরেল ও ওশেন থমাস।

এমআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাক্সওয়েলের রেকর্ডগড়া সেঞ্চুরিতে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
ইনিংস হারের দ্বারপ্রান্তে ওয়েস্ট ইন্ডিজ
X
Fresh