• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ ডিসেম্বর ২০১৮, ১৭:১০

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের পর ক্যারিয়ার সেরা পয়েন্ট নিয়ে শীর্ষ পাঁচে উঠে এসেছেন বর্তমানে বাংলাদেশের সেরা বোলার মুস্তাফিজুর রহমান।

ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ম্যাচে সিরিজ জয়ের তিন ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ, যিনি ৬২৫ পয়েন্ট নিয়ে এমআরএফ টায়ার্স আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে জায়গা করে নিয়েছেন পাঁচ নম্বরে।

এর আগে কাটার মাস্টার খ্যাত এই তারকা এশিয়া কাপে তুলে নিয়েছিলেন ১০ উইকেট। এতে প্রথমবারের মতো উঠে এসেছিলেন ১২ নম্বরে।

এই সিরিজের সেরা বোলার মেহেদী হাসান মিরাজ নিয়েছিলেন ৬ উইকেট ১৯.৩৩ গড়ে ১৬.৩৩ গড়ে ছয়টি উইকেট নিয়ে উঠে এসেছেন ১৯ এগিয়ে ২৮ নম্বরে।

এছাড়া বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তজা, যিনি এই সিরিজে ২০০ তম ওয়ানডে ম্যাচ খেলেছেন, নিয়েছেন ছয় উইকেট। মাশরাফিও ১০ জনকে পেছনে ফেলে উঠে এসেছেন ২৩ নম্বরে।

সেরা ৩০ বোলারের মধ্যে আছে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। সাকিব আছেন ৫৮৪ পয়েন্ট নিয়ে ২৬ নম্বরে।

এছাড়াও সাকিব সেরা অলরাউন্ডারের তালিকায় এক নম্বরে থাকা রশিদ খানকে পেছনে ফেলতে লাগবে আর মাত্র এক পয়েন্ট।

ওয়ানডে সেরা ব্যাটসম্যানের তালিকায় ৭১২ পয়েন্ট নিয়ে মুশফিকুর রহিম আছেন ১৫ নম্বরে আর তামিম ইকবাল আছেন ১৬ নম্বরে। দশ এগিয়ে সৌম্য সরকার উঠেছে ৪২ নম্বরে।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে 
৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে আইরের ইতিহাস
২০২৭ বিশ্বকাপের ৮ ভেন্যু চূড়ান্ত
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
X
Fresh