• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভারত থেকে ১৭৫ রানে এগিয়ে অজিরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৫

তৃতীয় দিনে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৩২ রান তুলেছে। পার্থ টেস্টের প্রথম ইনিংসের ৪৩ রানের লিড মিলিয়ে তারা এই মুহূর্তে ভারতের থেকে ১৭৫ রানে এগিয়ে। অপরাজিত আছেন উসমান খাজা (৪১) ও টিম পেইন (৮)।

স্কোরকার্ড দেখে টের না পাওয়া গেলেও অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুর দিকে তাণ্ডব চালিয়েছে ভারতের পেসাররা। জসপ্রিত বুমরাহ’র বল আঘাত হানে মারকস হ্যারিসের হেলমেটে। যদিও চমৎকার বোলিং করেও আসেনি কোনো উইকেট। ইশান্ত শর্মার বলে দুই ওপেনারের ক্যাচই পড়ে। দুই ক্ষেত্রকেই দায়ী উইকেটরক্ষক ঋষভ পন্থ।

ধীরে ধীরে হাত খুলছিলেন অ্যারন ফিঞ্চ। কিন্তু চা বিরতির ঠিক আগেই ৩০ বলে ২৫ রান করে শামির বলে তিনি হাতের আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। এরপর দ্রুত তিন উইকেট তুলে নিয়ে ভারতকে ম্যাচে ফেরান বোলাররা।

বুমরাহ’র বলে বোকা বনেন হ্যারিস (২০), শামির বলে উইকেটের পিছনে ধরা পড়েন মার্শ (৫), আর ইশান্তের বলে এলবিডব্লু হন হ্যান্ডসকম্ব (১৩)।