• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

২০১৮ সালটা মুমিনুলের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ ডিসেম্বর ২০১৮, ১৯:৫০

কারো কাছে তিনি বাংলাদেশের ডন ব্রাডম্যান, কারো কাছে পকেট ডায়নামো কিংবা কারো কাছে শুধুই মিমি। তা যেই নামেই ডাকা হোক না কেন, বর্তমান সময়ে তিনিই যে দেশের সেরা টেস্ট ক্রিকেটার তা পরিসংখ্যানই বলে দেয়।

ক্যারিয়ারের শুরুর দিকে যার গড় রান ছিল আশির উপর। সেটা এখন হয়তো কমে ৪৪.০৮ এ নেমেছে তবুও দেশের ক্রিকেটে যা সর্বোচ্চ। ২০১৮ সালটা দুহাত ভরে দিয়েছে ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যানকে।

মোট ৩৩টি টেস্ট খেলে পেয়েছেন ৮ টি সেঞ্চুরি। যার ৪টি এসেছে চলতি বছরে। ছুঁয়েছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির ৪টি সেঞ্চুরির রেকর্ড। মাত্র ৮টি টেস্ট খেলে এবছর ৬৭৩ রান করেছেন বামহাতি এই ব্যাটসম্যান। বছরের সর্বোচ্চ রানের বিচারে তিনি আছেন সপ্তমে।

বছরের শেষে এসেও গড়লেন আরও একটি রেকর্ড। দেশের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে এবছর সর্বোচ্চ রান করেছেন মুমিনুল। মোট ১৫৮৪ রান করেছেন এবছর তিনি। শুধু রানেই না সেঞ্চুরিতেও ছাড়িয়ে গেছেন সবাইকে। চলতি বছরে ৮টি সেঞ্চুরি করেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে।