• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাসেল-পোলার্ডবিহীন ক্যারিবীয় টি-টোয়েন্টি দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ ডিসেম্বর ২০১৮, ১৭:০১

সিলেটে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ঢাকায় ১-১ এ সমতায় ছিল দুদল। খেলার মাঝেই দুপুরে ঘোষণা আসে বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি ১৫ সদস্যের সিরিজের দল। পিছিয়ে নেই ক্যারিবীয়রাও। ১৬ সদস্যের দল ঘোষণা এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকেও।

ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে বরাবরই ভয়ংকর দল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের জন্য সেই একটু কমতে পারে আন্দ্রে রাসেল ও কাইরেন পোলার্ড দলে জায়গা না পাওয়াতে। তবে টি-টোয়েন্টি দলে ফিরে এসেছেন বিধ্বংসী ওপেনার এভিন লুইস।

সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মাঠে ২-১ ব্যবধানের জয়ে মানসিক দিক থেকে এবার এগিয়ে থাকবে স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল

কার্লোস ব্রাথওয়েট (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শিমরন হেটমেয়ার, ফাবিয়ান অ্যালেন, কেসরিক উইলিয়ামস, কেমো পল, খারি পিয়েরে, এভিন লুইস, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, দীনেশ রামদীন, শাই হোপ, শেরফান রাদারফোর্ড, শেলডন কটরেল, ওশান থমাস।

আরও পড়ুন :

এস/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোট দিতে পারছেন না একঝাঁক তারকা
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
নেসলের শিশুখাদ্য নিয়ে ভয়াবহ তথ্য
X
Fresh