• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন ক্রিকেটার চামেলী

রাজশাহী প্রতিনিধি

  ১২ ডিসেম্বর ২০১৮, ১৮:৫০

ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়া এবং মেরুদণ্ডের ব্যথা নিয়ে চিকিৎসাহীন ক্রিকেটার চামেলী খাতুন অবশেষে ভারতের চেন্নাই থেকে সফল অস্ত্রোপচার শেষে রাজশাহীর নিজ বাড়িতে ফিরেছেন।

আজ বুধবার সকালে নভো এয়ারের একটি ফ্লাইটে তিনি ঢাকা থেকে রাজশাহীতে এসে পৌঁছান।

চিকিৎসা শেষে বাড়ি ফিরেই বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় তার পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আনসার ভিডিপি, সংসদ সদস্যদের এবং দেশের সব মানুষকে তার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন।

গেল ২ নভেম্বর জেলা প্রশাসনের উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। নভেম্বরের মাঝামঝি সময়ে ঢাকার শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) থেকে অস্ত্রপচারের জন্য ভারতের ব্যাঙ্গালুরুতে নেয়া হয়। নারায়ণী হাসপাতালে ডা. প্রশান্ত তেজওয়ানির অধীনে ১৮ দিন চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন তিনি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৬ মাস বিছানায় বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এর পর আবারও ক্রিকেটে ফিরতে চান ৩০ বছর বয়সী চামেলী।

এর আগে গেল ২৮ অক্টোবর অসুস্থ ক্রিকেটার চামেলীকে নিয়ে প্রতিবেদন প্রচার হয়। তারপরই প্রধানমন্ত্রীসহ সকলে এগিয়ে আসেন তার চিকিৎসায়।

আরও পড়ুন :

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
টিভিতে আজকের খেলা
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
X
Fresh