• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সাকিবের হাফসেঞ্চুরি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ ডিসেম্বর ২০১৮, ১৬:১১

প্রথম ম্যাচে টসে হেরে আগে ফিল্ডিং করতে হয়েছে বাংলাদেশকে। সেদিন সফরকারীদের সিদ্ধান্ত শেষ পর্যন্ত টিকতে পারেনি টাইগারদের সামনে। পাঁচ উইকেটের হারে ১-০ তে পিছিয়ে পড়ে আজ ঘুরে দাঁড়ানোর মিশন ক্যারিবীয়দের সামনে।

আজ দ্বিতীয় ম্যাচেও টস ভাগ্য তাদের পক্ষেই। আজ অবশ্য সিদ্ধান্ত নিয়েছেন আগে ফিল্ডিংয়ের। তাতে শুরুটা ভালোই করেছিল ক্যারিবীয় বোলাররা।

ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে লিটন গোড়ালিতে চোট পেয়ে ছাড়েন মাঠ। যেতে হয় হাসপাতাল পর্যন্তও। যদিও শঙ্কা নেই তার। ফিরেছেন ড্রেসিং রুমে। লিটন চাইলে ফিরতে পারে ক্রিজেও। এমনটাই বলা হয়েছে বিসিবি থেকে।

লিটন রিটায়ার্ড-হার্ট হলে উইকেটে আসেন ইমরুল কায়েস। রানের খাতা খোলার আগেই তাকে সাজঘরে ফেরান লিটনকে হাসপাতালের পথ দেখানো ওশান টমাস।

এরপর তামিম-মুশফিকের জুটিতে এসেছে ১১১ রান। তামিম ফিরেছেন বরাবর ৫০ রান করে দেবেন্দ্র বিষুর বলে ক্যাচ দিয়ে। তামিমকে সঙ্গ দেয়া মুশফিক খেলেন ৬২ রানের ইনিংস। মুশফিককেও ফেরান সেই টমাসই।

দলীয় ১৩২ রানে যখন ৩ উইকেট নেই তখন জুটি বাঁধেন রিয়াদ-সাকিব মিলে। দুজনের জুটি লম্বা হয় ৬১ রান পর্যন্ত।

মাহমুদুল্লাহর ব্যাটে আসে ৫১ বলে ৩০ রান। লিটনকে নিয়ে উইকেটে আছেন ক্যারিয়ারের ৪০তম হাফসেঞ্চুরি তুলে নেয়া সাকিব আল হাসান। সবশেষ সৌম্য ফিরেছেন ৬ রান করে। বাংলাদেশ পার করেছে ৪৫ ওভারে ২২৯ রান, ৫ উইকেট হারিয়ে।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভয় পাচ্ছেন জোফরা আর্চার!
ম্যাক্সওয়েলের রেকর্ডগড়া সেঞ্চুরিতে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
X
Fresh