• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ব্যাট ছুঁড়ে নির্ধারণ হবে বিগ ব্যাশের টস

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ ডিসেম্বর ২০১৮, ১৫:১৯

ছোট বেলার পাড়ার ক্রিকেটের কথা মনে আছে? কয়েনের অভাবে একজনের পিছনে আঙুল উঁচিয়ে টস কিংবা মাটিতে দাগ কেটে নির্ধারিত হত কে আগে ব্যাটিং করবে। এছাড়া কোনো উপায় না থাকলে খেলার ব্যাটটাই ছুড়ে মারা হতো শূন্যে। কয়েনের পরিবর্তে ব্যাটের মাধ্যমে টস এবার দেখা যাবে পেশাদার ক্রিকেটে, তাও আবার বিশ্বের অন্যতম জমজমাট ফ্রাঞ্জাইসি ভিত্তিক টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশে।

পাড়ার ক্রিকেটকে মাথায় রেখে বিগব্যাশের অষ্টম আসরে টস হবে ব্যাট দিয়ে এমনটাই জানান লিগটির প্রধান কিম ম্যাকোনি।

তিনি জানান, ‘আপনি কয়েন টসের কথা চিন্তা করেন, এটা কিন্তু সাধারণত বাচ্চারা করে না। তারা তাদের উঠানে কি করে? ব্যাট দিয়েই টসের কাজ সেরে ফেলে। এবার বিগ ব্যাশে এমনটাই হবে। এজন্যই বিগ ব্যাশ অনন্য।’

তবে সাধারণত ক্রিকেটের ব্যাট দিয়ে টস করলে ব্যাটের উঁচু দিকটাই বেশিরভাগ সময় উপরে থাকে। এ সমস্যার সমাধানও আছে ম্যাকোনির কাছে, ‘‘আপনারা হয়তো অবাক হয়ে যাবেন! আমরা এ টসের জন্য রীতিমতো বিজ্ঞানসম্মত পথ বেছে নিয়েছি। এরই মধ্যে কুকাবুরা কোম্পানিতে থাকা আমার কয়েকজন বন্ধুর সাথে এব্যাপারে কথাও বলে ফেলেছি।’

চলতি মাসের ১৯ তারিখে ব্রিসবেন হিট ও অ্যাডিলেড স্ট্রাইকারের ম্যাচ দিয়ে শুরু হবে বিগ ব্যাশের এবারের আসর। অজি ব্যাটসম্যান ক্রিস লিনের হাত ধরেই ক্রিকেট ইতিহাসে টসের নতুন এই ইতিহাস রচনা হবে।

এস/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এফএ কাপসহ টিভিতে আজকের খেলা
X
Fresh