• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

৪৩তম হাফসেঞ্চুরি তুলে ফিরলেন তামিম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের লড়াইয়ে ব্যাট করছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সফরকারী অধিনায়ক রোভম্যান পাওয়েল।

এই ম্যাচেও উনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামে বাংলাদেশ দল। যদিও তামিম ইকবালের সঙ্গে ব্যাট করতে নেমে ম্যাচের দ্বিতীয় ওভারেই চোটের কবলে পড়ে ফিরতে হয়েছে ওপেনার লিটন দাসের। ৭ বলে ৫ রান করে ওশানে থমাসের গতিতে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন ডান-হাতি এই ব্যাটসম্যান।

চতুর্থ ওভারের তৃতীয় বলে আউট হন ইমরুল কায়েস। এবারও সেই থমাস তাণ্ডব। উইকেট রক্ষক শাই হোপের বলে ক্যাচ দিয়ে ৬ বলে কোনো রান না করেই ড্রেসিং রুমে ফিরে যান ইমরুল।

তামিমের সঙ্গে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠতে সার্থক হন চার নম্বরে ব্যাট করতে নামা মুশফিকুর রহিম। দুই জনে গড়েন ১১১ রানের জুটি। ক্যারিয়ারের ৪৩তম হাফসেঞ্চুরি তুলে বিদায় নিয়েছেন তামিম। ৬৩ বলে ৫০ রান করে ডিপ মিড উইকেটে থাকা কেমার রোচের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছেড়েছেন এই ওপেনার।

অন্যদিকে মুশফিক ৩২তম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। ২৬ ওভার শেষে দলের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ১৩১ রান। ডান-হাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের সংগ্রহ ৭৬ বলে ৬২। তার সঙ্গে যোগ দিয়ে সাকিব আল হাসান ৮ বলে ২ রান করেছেন।

ওয়েস্ট ইন্ডিজ

শাই হোপ (উইকেটরক্ষক), চন্দরপল হেমরাজ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমেয়ার, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, কেমো পল, ওশানে থমাস।

বাংলাদেশ

তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজের পায়ে কি নিজেই কুড়াল মারলেন তামিম ইকবাল?
তামিমদের বিধ্বস্ত করে সুপার লিগে উড়ন্ত শুরু আবাহনীর
ভয় পাচ্ছেন জোফরা আর্চার!
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
X
Fresh