• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বেলের গোলে রিয়ালের স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ ডিসেম্বর ২০১৮, ১১:২৩

চ্যাম্পিয়নস লিগে যে দলটা প্রায় অপ্রতিরোধ্য সেই দলটি আবার লা লিগায় চলতি বছর ম্যাচ জিততে হিমশিম খাচ্ছে। স্প্যানিশ লিগে সর্বোচ্চ ৩৩ বার চ্যাম্পিয়ন দল রিয়াল মাদ্রিদ সোমবার রাতে এসডি হুয়েস্কার বিপক্ষে জয় পেয়েছে ঠিকই, তবে ঘাম ঝরাতে হয়েছে জয় অর্জনে।

যদিও ম্যাচের প্রথম ৮ মিনিটে গ্যারেথ বেলের গোলে বড় জয়ের আভাস দিয়েছিল বিশ্বের সবচেয়ে দামি ক্লাবটি। আলভারো অদ্রিওজোলার বাড়িয়ে দেয়া বলে টানা দশ ম্যাচ ও ৯৯ দিন পর গোলের দেখা পেয়েছেন ওয়েলসের এই তারকা।

তবে পুরো ম্যাচে রিয়ালের সাফল্য এই একটিই। ম্যাচের বাকি সময় আর কোনও গোলের দেখা পায়নি দু’দল। উল্টো পুরো ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হয়েছে লস ব্লাঙ্কোস গোল রক্ষক থিবো কর্তোয়া। হুয়েস্কার আক্রমণের সামনে বার বার বুক চিতিয়ে দাঁড়িয়েছেন এই বেলজিয়ান গোলরক্ষক।

১-০ গোলের এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিল পাঁচ থেকে চারে উঠে আসলো সান্তিয়াগো সোলারির শিষ্যরা। ১৫ ম্যাচে ৮ জয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট এখন ২৬।

অপরদিকে সমান ম্যাচে ৯ জয়ে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা।

আরও পড়ুন :

এস/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আইএসের হামলার হুমকি
চ্যাম্পিয়নস লিগে ফাইনালের আগেই ফাইনাল!
দারুণ জয়ে টেবিলের শীর্ষে লিভারপুল
X
Fresh