• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মেসিতে বিধ্বস্ত এস্পানিওল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ ডিসেম্বর ২০১৮, ১৫:২৬

রোববার রাতের কাতালান ডার্বিকে লিওনেল মেসিময় ম্যাচই বলা যায়। এস্পানিওলের মাঠে বার্সেলোনার ৪-০ গোলের জয়ে যার তিনটি গোলই এসেছে লিওনেল মেসির সৌজন্যে। দুটি গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা নিজেই। একটি গোল করিয়েছেন সতীর্থ উসমান দেম্বেলেকে দিয়ে। অপর গোলটি করেন লুইস সুয়ারেজ।

এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষ স্থান আরও পাকাপোক্ত করেছে ব্লাউগ্রানারা। ম্যাচের শুরু থেকেই আক্রমণের মেজাজে থাকে মেসি-সুয়ারেজরা। সেই আক্রমণের রেশ ধরে মাত্র ১৭ মিনিটেই গোল আদায় করেন নেন মেসি। ঠিক ৯ মিনিট পরেই মেসির দেয়া পাসে লক্ষ্য খুঁজে নেয় ফ্রেঞ্চ ফরোয়ার্ড দেম্বেলে।

প্রথমার্ধের শেষ মিনিটে উরুগুইয়ান তারকা সুয়ারেজের গোলে ৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে আবারও মেসি জাদু। ৬৫ মিনিটে একক প্রচেষ্টায় নিজের দ্বিতীয় গোল আদায় করেন তিনি।

ম্যাচের বাকি সময় কোন গোল না হলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যার্নেস্তো ভালভারদের শিষ্যরা।

লা লিগায় ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। এদিকে ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে লিগের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ।

এস/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
X
Fresh