• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সিলেট সিক্সার্সের অধিনায়ক ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ ডিসেম্বর ২০১৮, ১৯:৪১

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলোয়াড় নিলাম শুরুর আগেই চমক দিয়েছিল সিলেট সিক্সার্স। সিলেট ফ্রাঞ্চাইজি তাদের দলে ভিড়িয়েছে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকে।

গতবারের আসরে প্রথম দিকে টানা ম্যাচ জিতে চমক দেখালেও নাসির হোসেনের নেতৃত্বে শেষ পর্যন্ত সেটি আর ধরে রাখতে পারেনি দলকে।

এবার আর সেই ভুল করতে চায় না সিলেট ফ্রাঞ্চাইজি। দল ভারি করেছে দেশি-বিদেশি তারকা খেলোয়াড়দের নিয়ে।

তাঁদের সবচেয়ে বড় চমক হলো অধিনায়কের নাম ঘোষণায়। এবারের আসরে দেশীয় কাউকে এই ভার না দিয়ে অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নারের কাঁধেই তুলে দিয়েছে দল।

এই ওয়ার্নারের হাত ধরেই ২০১৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জিতে সানরাইজার্স হায়দরাবাদ।

যদিও দীর্ঘদিন ধরে নিজের দেশের হয়ে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে বল টেম্পারিংয়ের দায়ে এক বছরের নিষেধাজ্ঞায় পড়ে।

ওয়ার্নারকে অধিনায়ক করার ব্যাপারটি সিলেট সিক্সার্স নিজেদের ফ্যান পেজে নিশ্চিত করে আজ শুক্রবার বিকেলে।

আগামী ৫ জানুয়ারী থেকে পর্দা উঠবে বিপিএলের ষষ্ঠ আসরের। পরদিন ৬ জানুয়ারিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সিলেট সিক্সার্স।

আরও পড়ুন :

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh