• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভারতের দেখানো পথেই হাঁটছে অস্ট্রেলিয়া

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৭ ডিসেম্বর ২০১৮, ১৪:৩২

ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর মানেই অজিদের পেস ও বাউন্সি উইকেটে ভারতের ব্যাটসম্যানদের নাস্তানাবুদ হওয়া। ব্যতিক্রম হয়নি গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে। আডিল্যাডের গতিময় উইকেটে মিচেল স্টার্ক-প্যাট কামিন্সদের সামনে দাঁড়াতেই পারেনি বিরাট কোহলি-রোহিত শর্মারা।

তবে স্রোতের বিরতিতে থেকে ঠিকই শতক তুলে নেন চেতেশ্বর পূজারা। এই ডান হাতি ব্যাটসম্যানের ১২৩ রানের উপর ভর করে প্রথম দিন শেষে ৯ উইকেটে ২৫০ রান তুলেছিল ভারত। অস্ট্রেলিয়ার হয়ে যশ হ্যাজেলউড নেন ৩ উইকেট।

দ্বিতীয় দিন সকালে আর কোনো রান যোগ না করে মোহাম্মদ শামি ফিরে গেলে ২৫০ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা।

ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে নেই টিম পেইনের দল। রানের খাতা খোলার আগেই ওয়ানডে অধিনায়ক অ্যারন ফিঞ্চ ফিরে যান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দিন শেষে ৭ উইকেটে ১৯৭ রান তোলে স্বাগতিক শিবির। এক প্রান্ত আগলে রেখে ১৪৯ বলে ৬১ রানে অপরাজিত রয়েছে ট্রাভিস হেড। এছাড়া ৩৪ রান করেন পিটার হ্যান্ডসকম্ব। ভারতের হয়ে ৩৩ রান দিয়ে ৩ উইকেট আদায় করে নেন রবিচন্দন অশ্বিন।

সফরকারীদের থেকে ৫৯ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে অজিরা।

এস/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh