• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

স্বপ্ন আমারও বড়: সৌম্য

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ ডিসেম্বর ২০১৮, ২০:৫৬

‘সৌম্য সরকার’ নামটা সমালোচনাকারীদের রসদ। ভালো তাঁকে প্রতিটা ম্যাচেই খেলতে হবে। আর যদি এক-দুইটা ম্যাচ খারাপ খেলা হয় তবে আবারও সেই কটূক্তি। সৌম্য কদিন আগে বলেছিলেন, এসব যেন সামনে না আসে তাই ফেসবুকের একাউন্টটা বন্ধ রেখেছিলাম।

কিন্তু সৌম্য সরকার নিজেকে প্রমাণ করেছেন বারবার। যত ঝড়ই আসুক, কীভাবে যেন ঝড়ের গতিতেই ভালো একটা ইনিংস খেলে মুখ বন্ধ করে দেন সমালোচনাকারীদের।

এইতো কদিন আগে শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। কিন্তু সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে শত রানের ইনিংস খেলে আবারও সিরিজের শেষ ম্যাচের দলে জায়গা করে নেন। এই ম্যাচেও খেলেন শত রানের ইনিংস।

অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে টিকে গেছেন ওই শতকের কল্যাণেই। মাঝে ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের চার ইনিংসেই হয়েছিলেন ব্যর্থ। তাতে আবারও কথা উঠে তার সামর্থ্য নিয়ে।