DMCA.com Protection Status
  • ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯, ১২ বৈশাখ ১৪২৬

ইমার্জিং এশিয়া কাপের প্রথম ম্যাচে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৫ ডিসেম্বর ২০১৮, ২১:৪৮ | আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২২:০৯
পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে এবারের ইমার্জিং এশিয়া কাপের আয়োজক হয়েছে। আট দলকে ভাগ করা হয়েছে দুই গ্রুপে। টুর্নামেন্টের প্রথম পর্বে 'বি' গ্রুপের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। 'এ' গ্রুপের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। এছাড়া দুটি সেমিফাইনাল ও ফাইনাল আয়োজন করবে লঙ্কানরা।

বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে হবে দুটি ম্যাচ। দুটোই 'বি' গ্রুপের ম্যাচ।

এক ম্যাচে পাকিস্তান লড়বে হংকংয়ের বিপক্ষে। অন্য ম্যাচে বাংলাদেশ লড়বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। যুবা টাইগারদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।

গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৭ ডিসেম্বর হংকংয়ের বিপক্ষে। তৃতীয় ম্যাচ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ৯ ডিসেম্বর।

বাংলাদেশ দল 

নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, শফিউল ইসলাম, জাকির হাসান, সাইফ হাসান, ইয়াসির আলী, তানভীর ইসলাম, আফিফ হোসেন, নঈম হাসান, শরিফুল ইসলাম, কাজী অনিক, মোহর শেখ ও খালেদ আহমেদ।

এমআর/ওয়াই

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়