• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের স্পিনারদের এই রেকর্ড আর কারও নেই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ ডিসেম্বর ২০১৮, ১৯:০৬

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাত্র একজন পেসার নিয়ে মাঠে নামাটা দুঃসাহস বলে সমালোচনায় পড়তে হয়েছিল। যদিও শেষ পর্যন্ত চার স্পিনারের দাপুটে বোলিংয়ে ৬৪ রানের জয়ে ম্যাচটি নিজেদের করে নেয় বাংলাদেশ। চট্টগ্রামের একমাত্র পেসার মুস্তাফিজুর রহমান দুই ইনিংসে মাত্র চার ওভার করেন। ঢাকায় ফিরেতো সবাইকে অবাক করে কোনও পেসার ছাড়াই একাদশ সাজানো হলো। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটিতে ইনিংস ও ১৮৪ রানের বিশাল হারের লজ্জা পেতে হয় ক্যারিবীয়দের। দুই ম্যাচের সফরকারীদের মোট ৪০ উইকেট তুলে নিয়েছে টাইগারদের স্পিনাররা। যা দুই ম্যাচ সিরিজের ইতিহাসে সেটি টেস্টের ইতিহাসে এবারই প্রথম।

সাকিব আল হাসান আর তাইজুল ইসলামের বাম-হাতের ঘূর্ণি। মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানের ডান হাতের জাদুতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা দুই ম্যাচেই নাস্তানাবুদ হয়েছেন। বিশ্বরেকর্ডও গড়েছেন।

২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে ম্যাচের সিরিজে টাইগার স্পিনাররা তুলে নেন ৩৮টি উইকেট। সেই রেকর্ডটি এতদিন বাংলাদেশেরই ছিল। অর্থাৎ নিজেদের রেকর্ডই ভাঙলো সাকিবের দল।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভয় পাচ্ছেন জোফরা আর্চার!
ম্যাক্সওয়েলের রেকর্ডগড়া সেঞ্চুরিতে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
X
Fresh