• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আবারও রোনালদোকে ছাড়িয়ে মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ নভেম্বর ২০১৮, ২১:৫২

রেকর্ড ও মেসি একে অপরের পরিপূরক। ম্যাচ খেলতে নামলেই কোনও না কোনও রেকর্ড গড়বেন এই বার্সেলোনা সুপারস্টার।

বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দোভেনের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচেও আরও একটি রেকর্ড গড়েন মেসি।

ম্যাচের ৬১ মিনিটে পাঁচ ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে করা দুর্দান্ত গোলের মাধ্যমে বার্সেলোনার হয়ে ১০৬টি গোল করেন এই বাঁ পায়ের জাদুকর। এই রেকর্ডে তিনি ছাড়িয়ে গেছেন তারই প্রতিদ্বন্দ্বি ক্রিশ্চিয়ানো রোনালদোকে। রিয়াল মাদ্রিদের হয়ে ১০৫ গোল করেন রোনালদো।

আরও একটি রেকর্ডের হাতছানি আর্জেন্টাইন এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের সামনে। গতকালের গোলে বায়ার্ন মিউনিখ সাবেক কিংবদন্তি জার্ড মুলারের ৫৬৫ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হতে হলে আর ৭৮টি বলে জালে প্রবেশ করাতে হবে মেসির। যেখানে তিনি ছাড়িয়ে যাবেন ফুটবলের জাদুকর পেলেকে।

আরও পড়ুন :

এস/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
X
Fresh