• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বার্সাকে টপকিয়ে শীর্ষে সেভিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ নভেম্বর ২০১৮, ১১:৩৫

আন্তর্জাতিক বিরতির পর শনিবার মাঠে গড়ায় লা লিগা। স্প্যানিশ লিগের দুই জায়ান্ট দলের ম্যাচ ছিল। রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলের ব্যবধানে হারতে হয় দুর্বল প্রতিপক্ষ এইবারের বিপক্ষে। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ রুখে দেয় বার্সেলোনাকে। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। ম্যাচ দুটির পর টেবিলের শীর্ষ স্থানেই ছিল বার্সা। ১৩ ম্যাচ পর লিওনেল মেসিদের পয়েন্ট দাঁড়ায় ২৫ এ। আর সমান সংখ্যক ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলার জায়গায় আটকে থাকে অ্যাটলেটিকো। অপরদিকে লজ্জার হারে রিয়ালের পয়েন্ট দাঁড়ালো ২০ এ।

এমন অবস্থায় রোববার রাতে রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে মাঠে নামে সেভিয়া। ১-০ গোলে জয় নিয়ে বার্সাকে হটিয়ে শীর্ষ স্থান দখল করল দলটি।

দলের হয়ে একমাত্র গোলটি করেছেন আন্দ্রে সিলভা। ম্যাচের ৩০ মিনিটে পাবলো সারাবিয়ার ক্রসে দুর্দান্ত হেডে জয় সূচক গোলটি করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

লিগের চলতি মৌসুমে এ নিয়ে ৮টি গোল করলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। এই জয়ে ১৩ ম্যাচে সেভিয়ার মোট পয়েন্ট ২৬।

আরও পড়ুন :

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘রিয়াল মাদ্রিদে আমার বিদায়ের সময় কেঁদেছিলেন আনচেলত্তি’
আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন
ম্যানসিটিকে কাঁদিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
X
Fresh