• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

২৬ মাস পর অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে স্টার্ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ নভেম্বর ২০১৮, ১৩:৪৯

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

তিনি জানিয়েছেন উইকেট দেখে মনে হয়েছে এখানে বড় রান উঠবে। তাই এই সিদ্ধান্ত। যদিও ভারত দলপতি বিরাট কোহলি জানিয়েছেন, রান তাড়া করতেই স্বাচ্ছন্দবোধ করছে দল।

গত কয়েকদিনের মেঘলা আকাশের দেখা নেই সিডনিতে। আজ রোববার সকাল থেকেই ঝলমলে রোদ উঠেছে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) শেষ ১০ ম্যাচের রেকর্ড বলছে, ৭ বারই পরে ব্যাট করা দল জয়ী হয়েছে।

সিরিজের শেষ ম্যাচেও পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে তৃতীয় ম্যাচের জন্য স্কোয়াডে মিচেল স্টার্ককে নিয়ে চমক দিয়েছিল স্বাগতিকরা।

শেষ পর্যন্ত প্রথম একাদশেও জায়গা করে নিয়েছেন তিনি। ফলে প্রায় দুবছর বাদে অস্ট্রেলিয়ার হয়ে ছোট ফরম্যাটে অংশ নিচ্ছেন ৩০ বছর বয়সী স্টার্ক।

সব শেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলের জার্সিতে টি-টোয়েইন্টিতে মাঠে নেমেছিলেন এই গতি তারকা।

এক নজরে দুই দলের একাদশ

ভারত

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, ক্রুনাল পণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ ও খলিল আহমেদ।

অস্ট্রেলিয়া

ডি’অর্চি শর্ট, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, বেন ম্যাকডার্মট, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), নাথান ক্যুল্টার-নাইল, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই ও অ্যাডাম জাম্পা।

আরও পড়ুন :

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
টিভিতে আজকের খেলা
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
X
Fresh