• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

টেবিল টপের লড়াইয়ে আজ মুখোমুখি অ্যাতলেটিকো-বার্সা

অনলাইন ডেস্ক
  ২৪ নভেম্বর ২০১৮, ১৭:৩৪

লা লিগায় এ সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ বললে ভুল হবে না। আজ শনিবার রাতে বাংলাদেশ সময় ১টা ৪৫মিনিটে টেবিল টপের লড়াইয়ে নামবে অ্যাতলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা। স্পেনের রাজধানী মাদ্রিদে অ্যাতলেটিকোর ঘরের মাঠ ওয়ানদা মেট্রোপলিটোনোতে আতিথেয়তা করবে মেসি-সুয়ারেজদের।

লা লিগার এখন পর্যন্ত ১২ ম্যাচে ৭ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কাতলানরা। অপরদিকে সমান সংখ্যক ম্যাচে ৬ জয়ে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে দিয়াগো সিমিওনের শিষ্যরা।

দ্বিতীয় অবস্থানটি দখল করে রয়েছে সেভিয়া। তাই আজকের ম্যাচ জিতে বার্সাকে টপকে জেতে চাইবে আন্তোনিও গ্রিজম্যান-দিয়াগো কস্তারা।

এদিকে ইনজুরি কাটিয়ে লিওনেল মেসি বার্সা শিবিরে ফিরলেও রিয়াল বেতিসের কাছে সর্বশেষ ম্যাচ ৩-৪ গোলে হারতে হয়েছিল এর্নেস্তো ভালভেরদের শিষ্যদের। তাই এই ম্যাচ জয়ের ধারায় ফিরে টেবিলের শীর্ষ স্থানটা ধরে রাখতে চাইবে কাতালানরা।

অপরদিকে লা লিগার চ্যাম্পিয়ন রেস থেকে আপাতত বেশ দূরেই রয়েছে বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ। সেই দূরত্ব ঘোচাতে আজ এইবারের বিপক্ষে মাঠে নামছে করিম বেনজেমারা।

১২ ম্যাচে ৬ জয়ে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ নম্বরে রয়েছে সান্তিয়াগো সোলারির শিষ্যরা। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় এইবারের ঘরের মাঠে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন :

এস/এমআর

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh