• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এগিয়ে থেকেও কী স্বস্তিতে বাংলাদেশ?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ নভেম্বর ২০১৮, ১৮:১১

দুই দল আজ একদিনেই হারালো ১৭ উইকেট! দুই দিনে এখন পর্যন্ত ২৫ উইকেটে পেসাররা নিয়েছে ৫ উইকেট, বাকি ২২ উইকেট নিয়েছে স্পিনাররা। ক্যারিবীয় পেসাররা উইকেট নিলেও প্রথম ইনিংসে টাইগার পেসার মুস্তাফিজুর রহমান করেছেন মাত্র ২ ওভার।

দ্বিতীয় দিনের খেলা শেষে নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পড়তে যাচ্ছে না তো! স্কোরবোর্ড তো তাই বলে। আজকের দিনের শেষ সেশনে ১৭ ওভার খেলতেই ৫ উইকেট নেই স্বাগতিকদের।

গতকাল চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে মুমিনুলের দুর্দান্ত শতক আর অভিষিক্ত নাঈম হাসান ও তাইজুল ইসলামের ব্যাটিং দৃঢ়তায় ৩২৪ রান তুলে নেয় স্বাগতিকরা।

প্রথম ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে ভুগতে থাকে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। যা শুরু থেকে শেষ পর্যন্তই ছিল বিদ্যমান। মাঝে শিমরণ হেটমেয়ারের ঝড়ো ৬৩ আর শেন ডরিচের অপরাজিত ৬৩ রানের ইনিংসে লড়াইয়ে ফিরে ক্যারিবীয়রা।