Mir cement
logo
  • ঢাকা রোববার, ০৯ মে ২০২১, ২৬ বৈশাখ ১৪২৮

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ নভেম্বর ২০১৮, ১৭:০৮

রেকর্ডবয় তাইজুলের আরও একটি রেকর্ড

ক্যারিয়ারের ঝুলিতে সবে জমা হয়েছে ২১টি টেস্ট আর ৪টি ওয়ানডে। এরইমধ্যে বেশ কিছু রেকর্ডের পাতায় নিজের নাম লিখিয়েছেন তাইজুল ইসলাম।

ষষ্ঠ বাংলাদেশি বোলার হিসেবে অভিষেক টেস্টেই ৫ উইকেট নিয়েছিলেন ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

একই বছরে জিম্বাবুয়ের বিপক্ষে ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেক ওয়ানডেতে হ্যাট্রিক করেন তিনি।

টেস্টে ষষ্ঠ বারের মতো ৫ উইকেট নিয়ে সাকিব আল হাসান ও মোহাম্মদ রফিকের পরেই নিজের নাম বসান এই বাঁহাতি স্পিনার।

আজ মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে রেকর্ডের খাতায় আবারও নিজের নাম লেখান ২৬ বছর বয়সী এই বোলার। চলতি বছরে ৩৪ উইকেট নিয়ে দেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন তিনি। এর আগের রেকর্ডটি ছিল মোহাম্মদ রফিকের (৩৩)।

২০১৮ সালে এখন পর্যন্ত ১০ ইনিংস ৩৪টি উইকেট নিয়েছেন বাঁহাতি অর্থোডক্স বোলার।

অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন ২০০৫ সালে নিয়েছিলেন ৯৬ উইকেট যা এখন পর্যন্ত বিশ্ব রেকর্ড হয়ে রয়েছে।

এস/এমআর

RTV Drama
RTVPLUS