• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

রেকর্ডবয় তাইজুলের আরও একটি রেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ নভেম্বর ২০১৮, ১৭:০৮

ক্যারিয়ারের ঝুলিতে সবে জমা হয়েছে ২১টি টেস্ট আর ৪টি ওয়ানডে। এরইমধ্যে বেশ কিছু রেকর্ডের পাতায় নিজের নাম লিখিয়েছেন তাইজুল ইসলাম।

ষষ্ঠ বাংলাদেশি বোলার হিসেবে অভিষেক টেস্টেই ৫ উইকেট নিয়েছিলেন ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

একই বছরে জিম্বাবুয়ের বিপক্ষে ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেক ওয়ানডেতে হ্যাট্রিক করেন তিনি।

টেস্টে ষষ্ঠ বারের মতো ৫ উইকেট নিয়ে সাকিব আল হাসান ও মোহাম্মদ রফিকের পরেই নিজের নাম বসান এই বাঁহাতি স্পিনার।

আজ মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে রেকর্ডের খাতায় আবারও নিজের নাম লেখান ২৬ বছর বয়সী এই বোলার। চলতি বছরে ৩৪ উইকেট নিয়ে দেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন তিনি। এর আগের রেকর্ডটি ছিল মোহাম্মদ রফিকের (৩৩)।

২০১৮ সালে এখন পর্যন্ত ১০ ইনিংস ৩৪টি উইকেট নিয়েছেন বাঁহাতি অর্থোডক্স বোলার।

অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন ২০০৫ সালে নিয়েছিলেন ৯৬ উইকেট যা এখন পর্যন্ত বিশ্ব রেকর্ড হয়ে রয়েছে।

এস/এমআর

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাক্সওয়েলের রেকর্ডগড়া সেঞ্চুরিতে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
ইনিংস হারের দ্বারপ্রান্তে ওয়েস্ট ইন্ডিজ
X
Fresh