• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু বাংলাদেশের

অনলাইন ডেস্ক
  ২৩ নভেম্বর ২০১৮, ১৬:১০

অভিষেকে নাঈম হাসান নিজেকে তো রাঙালেন সঙ্গে কাঁপিয়ে দিলেন ক্যারিবীয়দেরও। ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাটে নিজেকে জানান দিলেন পাঁচ উইকেট নিয়ে।

নাঈমের ঘূর্ণিতে কাঁপুনি ধরেছিল ক্যারিবীয় ব্যাটসম্যানদের। সঙ্গে অভিজ্ঞ সাকিব আল হাসান চোট কাটিয়ে ফিরেছেন রাজকীয় ভঙ্গিতে। প্রথম ইনিংসে বোলিং করতে এসেই নিজের প্রথম ওভারে নেন দুই উইকেট।

এক পেসার নিয়ে খেলতে নামা বাংলাদেশ দলের একমাত্র পেসার মুস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করেছে ৬৪ ওভার। তাঁর ভেতর মুস্তাফিজ করেছেন মাত্র দুটি ওভার। দিয়েছেন ৪ রান আর এক মেডেন।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ ব্যাটিং করে ৪ ওভার চার বল। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয় ক্যারিবীয় শিবিরে।

নিয়মিত বিরতিতে উইকেট দিয়ে আসার মিছিলে ক্ষণিক স্বস্তি শিমরণ হেটমেয়ারের ৪৭ বলে ৬৩ রানের ঝড়ো ব্যাটিং। এমন দুরবস্থায় ৬৩ রানের ইনিংস খেলে একাই টেনেছেন শেন ডরিচ।

টপ অর্ডারের আত্মহুতিতে শেষ পর্যন্ত ২৪৬ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসের ৭৮ রানে এগিয়ে থাকা বাংলাদেশ নেমেছে দ্বিতীয় ইনিংসে।

এর আগে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ৩২৪ রান।

দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩২ রান। বিদায় নিয়েছেন দুই ওপেনার সৌম্য সরকার ও ইমরুল কায়েস ও আগের ইনিংসে শতক হাঁকানো মুমিনুল হক।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভয় পাচ্ছেন জোফরা আর্চার!
ম্যাক্সওয়েলের রেকর্ডগড়া সেঞ্চুরিতে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
X
Fresh