• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অভিষেকে ইতিহাস নাঈমের

অনলাইন ডেস্ক
  ২৩ নভেম্বর ২০১৮, ১৫:৩৫
ছবি: সংগৃহীত

বয়স মাত্র ১৭ বছর ৩৫৬ দিন। আঠারো ছোঁয়ার আগেই সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক। চট্টগ্রামের ছেলে নাঈম হাসানের অভিষেকটাও চট্টগ্রামের মাঠে। অভিষেক ম্যাচে ঘরের ছেলের ইতিহাস গড়া পারফর্মেন্স!

টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে অভিষেক ম্যাচে নিয়ে নিলেন পাঁচ উইকেট।

আগের দিন ব্যাট হাতে দিয়েছিলেন ধৈর্যের পরীক্ষা। এবার বল হাতে ঘূর্ণি জাদু।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে একে একে ফেরালেন সুনীল আমব্রিস, রোস্টন চেজ, দেবেন্দ্র বিষু, কেমার রোচ আর জোমেল ওয়ারিকানকে।

এর আগে বাংলাদেশের হয়ে অভিষেকে পাঁচ উইকেট নিয়েছিলেন সাত জন।

২০০০ সালে ভারতের বিপক্ষে নাঈমুর রহমান দুর্জয়, ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মাঞ্জারুল ইসলাম রানা, ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ, ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইলিয়াস সানী, ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোহাগ গাজী, ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাইজুল ইসলাম।

সবশেষ এই তালিকায় যুক্ত হলেন নাঈম হাসান।

ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত ১৫৩ জন অভিষেকে পাঁচ উইকেট নিয়েছেন।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাক্সওয়েলের রেকর্ডগড়া সেঞ্চুরিতে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
ইনিংস হারের দ্বারপ্রান্তে ওয়েস্ট ইন্ডিজ
X
Fresh