• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নারী এশিয়া কাপ

৯২ রানে জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ নভেম্বর ২০১৬, ১৭:০৪

নারী এশিয়া কাপ ক্রিকেটে নেপালকে ৯২ রানে হারালো বাংলাদেশ। ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি গ্রাউন্ডে নিজেদের তৃতীয় খেলায় দলটিকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো সালমা বাহিনী।

টস জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৩৩ রানের ফাইটিং স্কোর গড়ে বাংলাদেশ। সানজিদা ইসলাম ও নিগার সুলতানার রেকর্ড ৭১ রানের জুটিতে দারুণ সূচনা করে লাল-সবুজ দল। সানজিদা ৩৫ ও নিগার করেন ৩৯ রান। এছাড়া শায়লা ১৯ ও রুমানা করেন অপরাজিত ১৭ রান।

জবাবে ব্যাট করতে নেমে ফাহিমা-নাহিদাদের বোলিং তোপে ১৭.৩ ওভারে মাত্র ৪১ রানে গুটিয়ে যায় নেপাল। ফাহিমা ৮ রানে ৪ উইকেট, নাদিয়া ২ রানে ২টি ও সুরাইয়া নেন ১ উইকেট।

এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে চলতি আসরে প্রথম জয়ের দেখা পায় রুমানা আহমেদের দল।

তবে নারী এশিয়া কাপ ক্রিকেটে ভালো হয়নি বাংলাদেশের শুরুটা। প্রথম ম্যাচেই ভারতের মেয়েদের কাছে হেরে যায় বাংলাদেশ।

এম/এসজেড/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh