• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কোচ-নির্বাচকরা মুগ্ধ, টেস্ট দলে সাদমান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ নভেম্বর ২০১৮, ১৮:২১
ছবি: সংগৃহীত

প্রস্তুতি ম্যাচে সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে ব্যাটিং করেছেন সাদমান ইসলাম। সবশেষ জাতীয় লিগে দুর্দান্ত পারফর্ম করা এই বাঁহাতি ব্যাটসম্যানকে নিয়ে একটা গুঞ্জন অবশ্য ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে জায়গা পাওয়া নিয়ে।

কিন্তু চট্টগ্রামে প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৩ সদস্যের দলে জায়গা হয়নি ২৩ বছর বয়সী এই বাঁহাতির।

প্রস্তুতি ম্যাচে সৌম্য সরকারের সঙ্গে ব্যাট করে খেলেছেন ৭৩ রানের ইনিংস। সৌম্যও টেস্ট দলে নেই প্রায় ১৩ মাস। ওয়ানডে দলে আসা-যাওয়ার ভেতর থাকলেও টেস্ট দলে সৌম্যর জায়গা পাওয়াটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছিল।

জিম্বাবুয়ের সঙ্গে শেষ ওয়ানডেতে ডাক পেয়ে খেলেছিলেন শত রানের ইনিংস। এরপর তার দলে ফেরাটা আরও সহজ হয়ে যায়।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করার আগে গত কাল থেকে প্রস্তুতি ম্যাচে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ।

এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই দিনের এই ম্যাচে বিসিবি একাদশের দলে জায়গা হয় সৌম্য-সাদমানের।

সুযোগ যখন পেয়েছেন সেটাকে হেলায় ফেলে দেননি দুই ওপেনার। সৌম্য প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৩ সদস্যের দলে ছিলেন।

এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। কিরণ পাওয়েলের ৭২, শাই হোপের ৮৮ রানে ভর করে ক্যারিবীয়রা সংগ্রহ করে ৭ উইকেটে ৩০৩ রান।

জবাবে ব্যাট করতে নেমে বিসিবি একাদশের দুই ওপেনার সৌম্য আর সাদমান গড়েন ১২৬ রানের জুটি।

সৌম্য ৭৮ রানে রান আউট হয়ে গেলেও সাদমান পূর্ণ করেন অর্ধশত রান। জোমেল ওয়ারিকানের বলে ক্যাচ তুলে দেয়ার আগে ১৬৯ বলে খেলেন ৭৩ রানের ইনিংস।

বিসিবি একাদশ ৭৫ ওভার ব্যাটিং করে ৫ উইকেটে ২৩২ রান তুলে। তাতে শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

ম্যাচ ড্র হলেও সাদমানের ব্যাটিংয়ে মুগ্ধ নির্বাচক আর প্রধান কোচ। ম্যাচ শেষে ঘোষণা আসে প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৩ সদস্যের দলে যোগ হলেন সাদমান ইসলাম।

প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত সাদমান খেলেছেন ৪২টি ম্যাচ। ৪৬.৫০ গড়ে করেছেন ৩০২৩ রান। ৭টি শতকের সঙ্গে আছে ১৬টি অর্ধশত রানের ইনিংস।

বাংলাদেশ দল:

সকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান ও সাদমান ইসলাম।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাক্সওয়েলের রেকর্ডগড়া সেঞ্চুরিতে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
ইনিংস হারের দ্বারপ্রান্তে ওয়েস্ট ইন্ডিজ
X
Fresh