• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

প্রস্তুতি ম্যাচে হাফসেঞ্চুরি তুলে সৌম্যের বিদায়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ নভেম্বর ২০১৮, ১৩:২২
সৌম্য সরকার (ফাইল ছবি)

আগামী ২২ নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টেস্ট দুই ম্যাচের সিরিজের প্রথমটি। বাংলাদেশের বিপক্ষে নামার আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে রোববার টস জেতার পর সফরকারীরা বেশ ভালই ব্যাটিং প্র্যাক্টিসটা সেরে নিয়েছিল। প্রথম দিন শেষে ৮৬.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৩ রান সংগ্রহ করে।

আজ সোমবার সকালে দ্বিতীয় ও শেষ দিনে ব্যাট করতে নামেন বিসিবি’র দুই ওপেনার সৌম্য সরকার আর সাদমান ইসলাম। বাম-হাতি দুই ব্যাটসম্যান মিলে গড়েন ১২৬ রানের বিশাল জুটি।

৩৪.২ ওভারে জোমেল উয়ারিক্যানের বলে সুনিল অ্যাম্ব্রিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। প্রথম টেস্টের ১৩ সদস্যের দলে সুযোগ পাওয়া এই ব্যাটসম্যান মাঠ ছাড়ার আগে ১০৩ বলে ৭৮ রানের ইনিংস খেলেছেন। ব্যাটিং প্র্যাক্টিস করার জন্য খেলা এই ইনিংসে ১০টি চার ও তিনটি ছক্কা হাঁকান ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান।

প্রতিবেদনটি তৈরি করা পর্যন্ত ৪৯ ওভার শেষে ১ উইকেট স্বাগতিকদের সংগ্রহ ১৭০ রান।

১৫২ বলে ৭০ রান করে ক্রিজে আছেন সাদমান ইসলাম। ৪১ বলে ১৯ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন নাজমুল ইসলাম শান্ত।

এর আগে বিসিবি’র একাদশের হয়ে প্রথম টেস্টে ডাক পাওয়া নাঈম হাসান সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন। এছাড়া শফিউল ইসলাম, অধিনায়ক রুবেল হোসেন, ফজলে মাহমুদ ও সৌম্য একটি করে উইকেট লাভ করেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভয় পাচ্ছেন জোফরা আর্চার!
ম্যাক্সওয়েলের রেকর্ডগড়া সেঞ্চুরিতে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
X
Fresh