• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

জর্ডান গোলকিপারের গোলে ভারতের পরাজয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ নভেম্বর ২০১৮, ১৩:০১

টানা বৃষ্টিতে বিমান বিভ্রাটের মুখে পড়তে হয়েছিল ভারত ফুটবল দলকে৷ নির্ধারিত সময়ে জর্ডানের রাজধানী আম্মানে পৌঁছতে না পারায় শনিবার ম্যাচ হওয়া নিয়েই ছিল শঙ্কা৷ সফরকারীদের পুরো টিম এসে না-পৌঁছানোয় বহু প্রতিক্ষীত ম্যাচ বাতিল ঘোষণা করা হয়৷ তবে এর কিছু পর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) পক্ষ থেকে জানানো হয়, বাতিল নয়, সব বাধা পেড়িয়ে নির্ধারিত সময়ই ম্যাচ শুরু হবে৷ কিং আবদুল্লাহ স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে ভারতীয়রা।

সম্প্রতি বিশ্বকাপ জয়ী কোচ মার্সেলো লিপ্পির দায়িত্বে থাকা চীনের বিপক্ষে ড্র করে আত্মবিশ্বাসী ছিল ভারত। ইনজুরিতে আক্রান্ত দলের সবচেয়ে বড় তারকা সুনীল ছেত্রীকে ছাড়াই জর্ডানের মুখোমুখি হতে হয় ব্লুবিগ্রেডকে৷ চীনের বিপক্ষে দারুণ ফুটবল খেললেও এদিন তাদের থেকে ফিফা ব়্যাংকিংয়ে ১৫ ধাপ পিছিয়ে থাকা জর্ডানের বিরুদ্ধে সুযোগ হাতছাড়া করে ভারত৷ দু’দেশের মধ্যে প্রথম আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে শেষ হাসি হাসল জর্ডন৷ শেষ পর্যন্ত ২-১ এ হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্টিফেন কনস্ট্যানটাইনের শিষ্যদের।

১৫ সদস্যের ভারতীয় দল দুটি গ্রুপে ভাগ করে আম্মান পৌঁছায়৷ প্রথম গ্রুপে ভারতীয় গোলকিপার গুরপ্রিত সিংসহ একাধিক ফুটবলার বৃহস্পতিবার রাতে পৌঁছে গেলেও বাকি ফুটবলার ও অফিসিয়ালসরা আটকে পড়ে৷

এআইএফএফ সূত্রে জানায়, খারাপ আবহাওয়ার জন্য ৩২ ঘণ্টারও বেশি সময় ধরে ভারতীয় দলের বাকি সদস্যদের কুয়েত বিমানবন্দরে আটকে থাকতে হয়৷ শেষ পর্যন্ত শুক্রবার গভীর রাতে আম্মানে পৌঁছায় বাকিরা৷ শনিবার সকালে নিজেদের ব্যাগ সংগ্রহ করতে হয়৷ তার পর মাঠে নামে ভারত দল।

ম্যাচের অষ্টম মিনিটে ভারতের ডি-বক্সে হ্যান্ড বল হয়। যদিও পেনাল্টি বাঁচিয়ে দেন ভারতের গোলকিপার গুরপ্রিত সিং।

২৫ মিনিটে গুরপ্রিতের ভুলেই গোল হজম করতে হয়৷ জর্ডান গোলকিপার আমির সাফির শট সরাসরি ভারতীয় জালে জড়িয়ে যায়। বাউন্স বুঝতে না পেরে গোল হজম করেন ভারত অধিনায়ক৷ এতে ১-০ এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে জর্ডান৷

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় মধ্যপ্রাচ্যের দেশটি। ৫৮ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন এহসান হাদাদ৷

যদিও মিনিট তিনেকের মধ্যে চমক দেয় ভারত। জ্যাকিচাঁদ সিংয়ের পরিবর্ত হিসেবে নেমেই গোল করেন ভারতের নিশু কুমার৷ দেশের হয়ে অভিষেকেই গোল করে নজির গড়েন তিনি৷ শেষ পর্যন্ত হতাশ হয়েই মাঠ ছাড়ে দক্ষিণ এশিয়ার জায়ান্টরা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
টিভিতে আজকের খেলা
‘ফুটবলের উজ্জ্বল তারকারা অবশ্যই ফর্মে ফিরবে’
ঈদের শুভেচ্ছা ভাগাভাগি করল ইউরোপের ফুটবল ক্লাবগুলো
X
Fresh