• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঘরের মাঠে টেস্ট অভিষেক হচ্ছে নাঈমের?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ নভেম্বর ২০১৮, ১৭:২৮
ছবি: সংগৃহীত

ক্রিকেটে বাংলাদেশকে যদি ‘অভিষেকের দেশ’ বলা হয় সেটা বোধহয় ভুল বলা হবে না। ২০০০ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলার পর থেকে গত ১৮ বছরে ১১০টি টেস্টে ৯২ জন ক্রিকেটারের অভিষেক অন্তত তাই বলে।

গড়ে প্রায় প্রতি টেস্টেই একজন খেলোয়াড়ের মাথায় উঠেছে অভিষেকের সবুজ ক্যাপ। এবার হয়ত সংখ্যাটা ৯৩ তে গিয়ে ঠেকছে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দ্বিতীয় বারের মতো দলে জায়গা পেয়েছেন অফ স্পিনার নাঈম হাসান।

প্রথমবার দলে জায়গা পেয়েছিলেন ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে। সে সফরে সাকিব-তামিমদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করেই সন্তুষ্ট থাকতে হয় চট্টগ্রামের এই তরুণ অফ-স্পিনারের।

২০০০ সালের ২ ডিসেম্বর জন্ম নেয়া এই অফ স্পিনারের প্রথম শ্রেণী ক্রিকেটের ক্যারিয়ার শুরু হয় ২০১৭ সালের জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) চট্টগ্রামের বিভাগের হয়ে।